বাদ ফজর ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়; পরে লাশ স্বজনরা নিয়ে যায়।
Published : 02 Feb 2024, 01:41 PM
গাজীপুরের টঙ্গীতে ইজতেমায় আসা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এবারের ইজতেমায় চারজনের প্রাণ গেল।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. এখলাছুর রহমান মারা যান। তার বাড়ি নেত্রকোণার বুরিজুরি স্বল্ফদুগিয়া এলাকায়।
এদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭০ বছর বয়সী আব্দুস সাত্তার। তার বাড়িও নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকায়।
শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে ওই দুইজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ তাদের স্বজনরা নিয়ে যায় বলে হাবিবুল্লাহ জানান।
ইজতেমায় যোগ দিতে সারাদেশের পাশাপাশি বিদেশ থেকেও তাবলিগ জামাতের অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে আসছেন দুদিন আগে থেকেই। বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপে করে দলে দলে ইজতেমায় আসছেন তারা।
বুধবার সন্ধ্যায় ময়দানে একজন ও আরেকজন দুপুরে ময়দানে ঢোকার আগেই মারা যান বলে ইজতেমার প্রথম পর্বের লাশের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ইউনুছ মিয়া (৬০) ও চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চৌহদ্দিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (৪০)।
শুক্রবার ফজরের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলারের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়।
টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এ বার্ষিক সম্মিলন হবে আগেরবারের মতই দুই পর্বে। ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব হবে।
আরও পড়ুন:
টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু
ইজতেমায় বৃষ্টির বাগড়ায় দুর্ভোগ, বয়ান বন্ধ
ইজতেমা ময়দানে ঠাঁই নেই, সড়কেই পড়ছে তাঁবু
ইজতেমায় পলিথিন শিট আর প্লাস্টিকের বস্তার কদর, দামও বেশি
ইজতেমা: তুরাগ তীরের ঢল ময়দান ছাপিয়ে ভবনের ছাদে
দাঙ্গা-হাঙ্গামাকারীরা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না: ধর্মমন্ত্রী
বিশ্ব ইজতেমা: শুরুর আগেই পূর্ণ ময়দান, মানুষ বসছে সড়কের পাশে
টঙ্গীতে ইজতেমায় আসা দুইজনের মৃত্যু
ইজতেমার প্রথম পর্ব: জোবায়ের পক্ষের অনুসারীরা আসছেন
ইজতেমা ঘিরে নাশকতার আশঙ্কা নেই: র্যাব ডিজি
ইজতেমা ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান আইজিপির
ইজতেমা: গাড়ি পার্কিং ও চলাচলে পুলিশের নির্দেশনা
ইজতেমায় কোনো নিরাপত্তা হুমকি নেই: র্যাব
বিশ্ব ইজতেমা: পুলিশের একগুচ্ছ নির্দেশনা
ইজতেমা: শামিয়ানা অসম্পূর্ণ, আগতদের চট নিয়ে আসার পরামর্শ
এবার ইজতেমায় হকার বসতে পারবে না: পুলিশ
টঙ্গীতে স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, প্রায় ৮০ ভাগ কাজ শেষ
ইজতেমায় চলবে ১১ জোড়া বিশেষ ট্রেন