বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের শুরুতে এতটা ধারাবাহিক হতে পারেনি।
Published : 23 Apr 2025, 02:16 PM
ব্লেসিং মুজারাবানির ফুল লেংথ ডেলিভারি স্লগ করলেন জাকের আলি। তবে অল্পের জন্য পার করতে পারলেন না সীমানা। ডিপ মিড উইকেট সীমানার কাছে ক্যাচ নিলেন বেন কারান। শেষটা হলো হতাশায়। তবে আউট হওয়ার আগে যা করেছেন, তাতেই একটু জিইয়ে রইল বাংলাদেশের আশা।
সিলেট টেস্টের চতুর্থ দিন স্বাগতিকদের হয়ে বলতে গেলে একাই লড়াই করেন জাকের। চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে ১১১ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। প্রথম চার ম্যাচেই ফিফটি করে টেস্ট ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি। প্রথম তিন টেস্টে এটি করতে পেরেছিলেন এই টেস্টে বাইরে বসে থাকা ওপেনার জাকির হাসান।
এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৩২২ করেছেন জাকের। বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্যারিয়ারের প্রথম ৮ ইনিংসে এর চেয়ে বেশি রান আছে শুধু মুমিনুল হক ও হাবিবুল বাশারের। একটি সেঞ্চুরিসহ ৪৫৮ রান করেছিলেন মুমিনুল। হাবিবুল ৮ ইনিংসে করেছিলেন ৩৩৪ রান।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন অভিষিক্ত জাকের। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচেও তার ব্যাট থেকে আসে পঞ্চাশছোঁয়া ইনিংস। ওই তিন ম্যাচেই দলের বিপদের সময়ে লড়িয়ে ব্যাটিং করেন জাকের। চাপ সরিয়ে তিনি দলকে নিয়ে যান স্বস্তির জায়গায়।
প্রোটিয়াদের বিপক্ষে অভিষেক ম্যাচে আট নম্বরে নামেন জাকের। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে তখন ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তখন জাকের গড়েন ১৩৮ রানের জুটি। মিরাজ ৯৭ রান করে আউট হন। জাকেরের ব্যাট থেকে আসে ৫৮ রান।
ক্যারিবিয়ান সফরে সঙ্গী হিসেবে কাউকেই পাননি কিপার-ব্যাটসম্যান। প্রথম টেস্টের লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে ৫৩ রানের ইনিংস খেলেন জাকের। দ্বিতীয়টিতে ৮ চার ৫ ছক্কায় তার ৯১ রানের দুর্দান্ত ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। সেদিনও বোলারদের নিয়েই দলের সংগ্রহ আড়াইশ পার করান জাকের।
প্রথম তিন টেস্টের ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষেও ধরে রেখেছেন জাকের। সিলেট টেস্টে চতুর্থ দিনের শুরুতেই ড্রেসিং রুমে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। পরে টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
তিন পেসারকে নিয়ে এগিয়ে যান জাকের। অষ্টম উইকেটে হাসান মাহমুদের সঙ্গে ৯১ বলে ৩৫ রান যোগ করেন তিনি। এই জুটিতে বেশ কিছু ওভারে শুরুতেই এক রান নিয়ে হাসানকে স্ট্রাইক দিয়ে দেন। যা নিয়ে হয়তো প্রশ্ন তোলা যায়। তবে সার্বিক বিবেচনায় তিনি ছিলেন দলের একমাত্র ভরসা।
এদিন বাংলাদেশের ৬১ রানের মধ্যে জাকেরের ব্যাট থেকে আসে ৩৭ রান। ১০৬ বলে পঞ্চাশ পূর্ণ করার পর রিচার্ড এনগারাভার স্লোয়ার ডেলিভারিতে একমাত্র ছক্কাটি মারেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। পরে আরেকটি ছক্কার চেষ্টায় সমাপ্তি ঘটে তার চতুর্থ পঞ্চাশছোঁয়া ইনিংসের।