সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: ২৫৫
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ১৭৪) ৩৮ ওভারে ১৩৬/৪
23 Apr 2025, 04:49 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
ক্রেইগ আরভিনের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। তাইজুল ইসলামের চমৎকার ডেলিভারিতে ব্যাট ছোঁয়াতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক।
৪০ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৪৪। জয়ের জন্য আর ৩০ রান চাই সফরকারীদের।
23 Apr 2025, 04:34 PM
বৃষ্টির বাগড়া
মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা জিম্বাবুয়ের জন্য স্বস্তি হয়ে এলো বৃষ্টি। ৮ মিনিট বন্ধ থাকার পর অবশ্য ফের শুরু হলো খেলা।
23 Apr 2025, 04:22 PM
উইকেট ছুঁড়ে এলেন বেনেট
পরপর দুই ওভারে দুটি উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ছক্কার চেষ্টায় তার বলে ক্যাচ দিলেন ব্রায়ান বেনেট।
চা-বিরতির পর দুই স্পিনারের আঁটসাঁট বোলিংয়ে কমেছে রানের গতি। তাতেই যেন চাপে পড়ে গেলেন বেনেট। মিরাজের বলে বেরিয়ে এসে ছক্কায় সরাতে চাইলে চাপ।
টাইমিং হয়নি একেবারেই লং অন থেকে কিছুটা সামনে এগিয়ে এসে ক্যাচ নেন মুশফিকুর রহিম। ৮১ বলে এক ছক্কা ও সাত চারে ৫৪ রান করে ফেরেন বেনেট।
৩৩ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১২৮। ক্রিজে ক্রেইগ আরভাইনের সঙ্গী ওয়েসলি মাধেভেরে।
জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন আর ৪৬ রান।
23 Apr 2025, 04:13 PM
উইলিয়ামসকে ফেরালেন মিরাজ
আগের ওভারে ছক্কা হজম করা মেহেদী হাসান মিরাজ নতুন ওভারের প্রথম বলে নিলেন প্রতিশোধ। তার বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়লেন শন উইলিয়ামস।
প্রথম ইনিংসে ফিফটি করা বাঁহাতি ব্যাটসম্যান এবার দুই অঙ্কে যেতে পারেননি। ব্যাটের কানায় লেগে ধরা পড়েন শর্ট কাভারে।
১৩ বলে এক ছক্কায় ৯ রান করেন উইলিয়ামস।
৩১ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ১২৭। ক্রিজে ব্রায়ান বেনেটের সঙ্গী ক্রেইগ আরভাইন।
জয়ের জন্য জিম্বাবুয়ের চাই আর ৪৭ রান।
23 Apr 2025, 03:49 PM
বেনেটের আরেকটি পঞ্চাশ
সাবলীল ব্যাটিংয়ে দলকে টানছেন ব্রায়ান বেনেট। ফের পঞ্চাশের দেখা পেয়েছেন জিম্বাবুয়ের এই ওপেনার, ৬৯ বলে।
এক বল পর ব্যাটের বাইরের কানায় লাগার পর একটুর জন্য স্লিপ ফিল্ডারের হাতে যায়নি ক্যাচ।
বেনেটের ব্যাটে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। চতুর্থ দিন চা-বিরতিতে যাওয়ার সময় সফরকারীদের রান ২ উইকেটে ১১৭।
দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১১৩ রান যোগ করেছে তারা। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করতে তাদের প্রয়োজন কেবল আর ৫৭ রান।
৭০ বলে ৭ চার ও এক ছক্কায় ৫২ রান করেছেন বেনেট। ৪ বল খেলে এখনও রানের দেখা পাননি উইলিয়ামস।
বাংলাদেশের সাদামাটা বোলিংয়ে চতুর্থ দিন শেষ সেশনে জয় তুলে নেওয়ার দারুণ সুযোগ জিম্বাবুয়ের সামনে।
23 Apr 2025, 03:40 PM
ওয়েলচকে দ্রুত ফেরালেন তাইজুল
আক্রমণে ফিরে সাফল্য পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন নিক ওয়েলচ।
তাইজুলের স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইনে যেতে পারেননি ওয়েলচ। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। রিভিউ না নিয়ে ফিরে যান ব্যাটসম্যান।
১৯ বলে দুই চারে ১০ রান করেন ওয়েলচ।
২৬ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১১২। ক্রিজে ব্রায়ান বেনেটের সঙ্গী শন উইলিয়ামস।
23 Apr 2025, 03:18 PM
কারানের বিদায়ে ভাঙল শুরুর জুটি
সাবলীল গতিতে এগোচ্ছে জুটি। ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও ঝুঁকি নিলেন বেন কারান। এর মাশুল দিলেন নিজের উইকেট বিলিয়ে। তাতে ভাঙল জিম্বাবুয়ের শুরুর জুটি।
মেহেদী হাসান মিরাজের ছক্কার চেষ্টায় মিড অফে সৈয়দ খালেদ আহমেদের হাতে ধরা পড়েন কারান। ভাঙে ১২৬ বল স্থায়ী ৯৫ রানের জুটি।
৭৫ বলে সাত চারে ৪৪ রান করেন কারান।
২১ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৯৫। ক্রিজে ব্রায়ান বেনেটের সঙ্গী নিক ওয়েলচ।
23 Apr 2025, 03:00 PM
দুটি কঠিন সুযোগ হাতছাড়া
পরপর দুই ওভারে দুটি সুযোগ নিতে পারলেন না মুমিনুল হক। তাইজুল ইসলামের বলে শর্ট লেগে একটুর জন্য বেন কারানের ক্যাচ নিতে পারেননি তিনি।
পরের ওভারে একই জায়গায় কারানকে রান আউট করার সুযোগ কাজে লাগাতে পারেননি মুমিনুল।
১৭ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৬৯। ৪১ বলে ৩২ রানে খেলছেন ব্রায়ান বেনেট। ৬১ বলে কারানের রান ৩০।
23 Apr 2025, 02:39 PM
শুরুর জুটিতে জিম্বাবুয়ের পঞ্চাশ
ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে জিম্বাবুয়ে। ছোট রান তাড়ায় ১২ ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে সফরকারীরা।
সাবলীল ব্যাটিং করছেন কারান ও বেনেট। বাজে বলও পাচ্ছেন বেশ। তাদের ব্যাট থেকে এরই মধ্যে এসেছে সাতটি বাউন্ডারি।
১২ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৫০। ৫০ বলে কারানের রান ২৮, ২২ বলে বেনেটের ১৭।
জয়ের জন্য আর ১২৪ রান চাই সফরকারীদের।
23 Apr 2025, 01:03 PM
রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়ের
দুই ইনিংসেই দারুণ বোলিংয়ের পর ১৭৪ রানের লক্ষ্য পেল জিম্বাবুয়ে। তবু এই ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হবে তাদের।
টেস্ট ক্রিকেটে কখনও ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেননি। ১৯৯৮ সালে ১৬২ রানের লক্ষ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। এছাড়া একশর বেশি রান তাড়ায় আর দুটি জয় আছে জিম্বাবুয়ের।
চতুর্থ ইনিংসে রান তাড়া করে সব মিলিয়েই জিম্বাবুয়ের জয় মাত্র ৫টি।
23 Apr 2025, 12:59 PM
জাকেরকে ফিরিয়ে মুজারাবানির ৬
দারুণ বোলিংয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট নিলেন ব্লেসিং মুজারাবানি। তাকে ছক্কা মারার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন জাকের আলি। ২৫৫ রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
১১১ বলে এক ছক্কা ও চারটি চারে ৫৮ রান করেন জাকের।
প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকায় ১৭৪ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।
দিনের প্রথম সেশনে ৬১ রানে ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫৭/১) ৭৯.২ ওভারে ২৫৫ (শান্ত ৬০, জাকের ৫৮, মিরাজ ১১, তাইজুল ১, হাসান ১২, খালেদ ০, নাহিদ ০*; নিয়াউচি ১৮-৪-৪২-১, মুজারাবানি ২০.২-৫-৭২-৬, এনগারাভা ১৯-০-৭৪-১, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ১৪-৪-২০-২)
23 Apr 2025, 12:50 PM
‘গোল্ডেন ডাক’ খালেদ
সৈয়দ খালেদ আহমেদ খেলতে পারলেন কেবল ১ বল। ওয়েলিংটন মাসাকাদজার অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় স্লিপে ক্রেইগ আরভাইনের হাতে ধরা পড়লেন তিনি।
মাঝ ব্যাটে পরের বল খেলে মাসাকাদজার হ্যাটট্রি ঠেকিয়ে দিলেন নাহিদ রানা।
৭৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২৪৮।
23 Apr 2025, 12:47 PM
পাগলাটে শটে ফিরলেন হাসান
ওয়েলিংটন মাসাকাদজার স্পিনে ভুগছিলেন হাসান মাহমুদ। সে কারণেই হয়তো ছক্কায় সরাতে চাইলেন চাপ। তাতে কোনো কাজ হলো না, পাগলাটে শটে ফিরলেন ক্যাচ দিয়ে।
মিড অফে ক্যাচ নেন ব্লেসিং মুজারাবানি। ভাঙে ৯১ বল স্থায়ী ৩৫ রানের জুটি।
দুই চারে ৫৮ বলে ১২ রান করেন হাসান।
৭৭.৪ ওভারে বাংলাদেশের রান ২৪৮/৮।
23 Apr 2025, 12:42 PM
১০৬ বলে জাকেরের পঞ্চাশ
সকালে দ্রুত ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন জাকের আলি। সাবধানী ব্যাটিংয়ে তিনি পঞ্চাশ ছুঁয়েছেন ১০৬ বলে।
এই সময়ে জাকের ব্যাট থেকে এসেছে চারটি চার।
৭৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৪৮। ৫১ রানে ব্যাট করছেন জাকের। হাসান মাহমুদের রান ১২।
23 Apr 2025, 12:22 PM
দেড়শ ছাড়াল লিড
জাকের আলি ও হাসান মাহমুদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের রান।
৭২ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৩৪। স্বাগতিকদের লিড ১৫২।
৯৯ বলে জাকের খেলছেন ৪০ রানে। প্রায়ই প্রথম বলেই সিঙ্গেল নিয়ে হাসানকে স্ট্রাইক দিচ্ছেন তিনি। বাংলাদেশের জন্য ভালো খবর, কোনো ঝুঁকি না নিয়ে মাঝ ব্যাটে খেলছেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান।
৩১ বলে হাসানের রান ৯, ইনিংসে আছে দুটি চার।
23 Apr 2025, 12:08 PM
জাকেরের অদ্ভুত ব্যাটিং
দ্রুত ৩ উইকেট হারানোর পর দায়িত্ব নেওয়ার বদলে স্ট্রাইক ছেড়ে ছেড়ে খেলার পথ বেছে নিয়েছেন জাকের আলি। প্রায় প্রতি ওভারেই লেজের সারির ব্যাটসম্যান হাসান মাহমুদকে স্ট্রাইক ছেড়ে দিচ্ছেন দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান।
এখন পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। বেশ কিছু বল ব্যাটের কানা ঘেঁষে গেলেও অল্পের জন্য বেঁচে গিয়েছেন হাসান।
পানি বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৯ ওভারে ৭ উইকেটে ২২৯ রান। তাদের লিড এখন ১৪৭ রানের।
23 Apr 2025, 12:08 PM
প্রথম ঘণ্টায় ৩ উইকেট
অন্তত আড়াইশ ছাড়ানো লক্ষ্য দিতে চায় বাংলাদেশ কিন্তু প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারানোয় ১৮০ রানকেই মনে হচ্ছে অনেক দূরের পথ।
প্রথম ঘণ্টা পানি বিরতির সময় বাংলাদেশের রান ৬৯ ওভারে ৭ উইকেটে ২২৯।
৮৭ বলে তিন চারে ৩৬ রানে খেলছেন জাকের আলি। দুই চারে ২৫ বলে হাসান মাহমুদের রান ৮।
বাংলাদেশ এখন এগিয়ে ১৪৭ রানে।
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। তাইজুল ইসলামকে বিদায় করে ম্যাচে নিজের প্রথম উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা।
23 Apr 2025, 11:38 AM
জিম্বাবুয়ের দারুণ রিভিউ
এক প্রান্ত আগলে রেখেছেন জাকের আলি। অন্য প্রান্তে একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ।
চতুর্থ দিন সকালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরলেন তাইজুল ইসলাম। রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় নিয়াশা মায়াভোর গ্লাভসে ধরা পড়েন তাইজুল।
আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিয়ে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে। ৩ বলে তাইজুল করেন ১ রান।
৬৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১৩। ক্রিজে জাকেরের সঙ্গী হাসান মাহমুদ।
23 Apr 2025, 11:32 AM
টিকলেন না মিরাজ
চার দিয়ে শুরুর পর মারলেন ছয় কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। তাকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নিলেন ব্লেসিং মুজারাবানি।
শান্ত আউট হওয়ার পর ক্রিজে গিয়ে মুজারাবানিকেই চার মেরে শুরু করেছিলেন মিরাজ। দীর্ঘদেহী পেসারের পরের ওভারে মেরেছিলেন ছক্কা। তবে শেষ পর্যন্ত তার বলেই ধরা পড়লেন গালিতে, ব্রায়ান বেনেটের বলে।
আগের বল একটু নিচু হয়েছিল, পরেরটি একটু বেশি বাউন্স করল। তাতেই গড়বড় হয়ে গেল মিরাজের। ব্যাটের কানায় লেগে ক্যাচ চলে গেল গালিতে।
ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট পেলেন মুজারাবানি।
১৬ বলে একটি করে ছক্কা ও চারে ১১ রান করেন মিরাজ।
৬২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২১২। ক্রিজে জাকের আলির সঙ্গী তাইজুল ইসলাম।
23 Apr 2025, 11:09 AM
শুরুতেই ফিরলেন শান্ত
সোয়া ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হতে না হতে উইকেট হারাল বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত।
ব্লেসিং মুজারাবানির আপাত সাদামাটা শর্ট বলে ঠিকঠাক পুল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় ফাইন লেগে। সামনের দিকে এগিয়ে এসে দারুণ ডাইভিং ক্যাচ নেন ভিক্টর নিয়াউচি। ভাঙে ৯২ বল স্থায়ী ৩৯ রানের জুটি।
৫৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯৮। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী জাকের আলি।
বাংলাদেশ এখন ১১৬ রানে এগিয়ে।
23 Apr 2025, 10:31 AM
১১টায় খেলা শুরু
এক পাশে চলছে মাঠ প্রস্তুতের শেষ সময়ের কাজ, আরেক পাশে ওয়ার্ম আপ করছেন দুই দলের ক্রিকেটাররা। সকাল ১১টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা।
তৃতীয় দিনের অর্ধেক সময় বৃষ্টিতে ভেসে যাওয়ায় বুধবার খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল পৌনে ১০টায়। কিন্তু আগের রাতের বৃষ্টিতে সে সময়ে খেলা শুরু সম্ভব হয়নি।
প্রথম সেশন হবে সকাল ১১ থেকে বেলা ১টা পর্যন্ত।
23 Apr 2025, 09:50 AM
খেলা শুরুতে বিলম্ব
সকাল থেকে বৃষ্টি নেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টার পর মিলেছে সূর্যের দেখাও। তবে আগের রাতের বর্ষণে পিছিয়ে গেল খেলা শুরুর সময়।
সকাল ১০টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপর জানা যাবে, কখন শুরু হবে খেলা। অর্থাৎ চতুর্থ দিনের শুরু থেকেই হারাতে শুরু হলো ওভার।
23 Apr 2025, 09:43 AM
তিনশর খোঁজে বাংলাদেশ
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয়বারে অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য এখন জিম্বাবুয়ের সামনে ৩০০ রানের চ্যালেঞ্জ দিতে চায় তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ মিনিট এগিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা। সারা রাত বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টির শঙ্কা আছে বুধবার দিনেও। তাই হারিয়ে যেতে পারে অনেক ওভার।
৪ উইকেটে ১৯৪ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। তাদের লিড এখন ১১২ রানের। নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকের আলি ২১ রানে অপরাজিত। তিনশ রানের লক্ষ্য দিতে এই দুই ব্যাটসম্যানের ওপরেই থাকবে বড় দায়িত্ব।
23 Apr 2025, 09:43 AM
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫৭/১) ৫৭ ওভারে ১৯৪/৪ (জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুমিনুল ৪৭, মুশফিক ৪, জাকের ২১*; নিয়াউচি ১৩-৪-২৮-১, মুজারাবানি ১৫-৫-৫১-৩, এনগারাভা ১৩-০-৫৫-০, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ৮-৩-১৩-০)