আইপিএল
এ নিয়ে কথা বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
Published : 22 Apr 2025, 08:15 PM
খেলোয়াড়দের নিয়ে অনেক ধরনের গুঞ্জনই চাউর হয়। মাহেন্দ্র সিং ধোনির সম্পর্কে যেমন জনশ্রুতি আছে, তিনি নাকি দিনে ৫ লিটার দুধ পান করেন! যা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ৪৩ বছর বয়সী ধোনি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে গেলে আসরের মাঝপথে তাকে দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
প্রথম আট ম্যাচের মাত্র দুটিতে জেতা চেন্নাই আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থাপক ধোনিকে জিজ্ঞাস করেন, তাকে নিয়ে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি। কোনো দ্বিধা ছাড়াই এই কিপার-ব্যাটসম্যান হাসি মুখে বলেন, “আমি দিনে ৫ লিটার দুধ পান করি।”
সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ে অনুষ্ঠানে থাকা সবাই। উপস্থাপক পরে বলেন, “আপনি এটা করেন না?” ধোনি মাথা নাড়িয়ে না-সূচক উত্তর দেন।
আইপিএলে চেন্নাইয়ের পাঁচটি শিরোপা জয়ী অধিনায়ক ধোনি পরে বলেন, “আমি দুধ পান করতাম। সম্ভবত, সারা দিনে এক লিটার। কিন্তু চার লিটার-এটা যে কারো জন্যই বেশি হয়ে যায়।”
পরে উপস্থাপক ধোনিকে নিয়ে আরেকটি গুজবের কথা বলেন, “আপনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্চি বানান?”
তখন অট্টহাসিতে ধোনি বলেন, “প্রথমত আমি লাচ্চিই পান করি না।”