আইপিএল
ছক্কার চেষ্টায় প্রথম বলে আউট হলে পাকিস্তানে বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে এমন আলোচনা শুরু হতো বলে মনে করেন দেশটির সাবেক ব্যাটসম্যান বাসিত আলি।
Published : 21 Apr 2025, 08:42 PM
আইপিএল অভিষেকে প্রথম বলে ছক্কা মারা বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে বইছে স্তুতির জোয়ার। কিন্তু ছক্কার চেষ্টায় যদি আউট হতেন ১৪ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান? বাসিত আলি তুলে ধরলেন পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির কথা। দেশটির সাবেক ক্রিকেটারের মতে, এমনটা হলে সেখানে এই তরুণকে বাদ দেওয়ার আলোচনা শুরু হয়ে যেত।
জয়পুরে গত শনিবার আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের ইতিহাস গড়েন সুরিয়াভানশি। সেদিন তার বয়স ছিল ১৪ বছর ২৩ দিন। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে আলো ছড়িয়ে ২০ বলে ৩৪ রান করেন রাজস্থান রয়্যালস ওপেনার।
আলোচনা করার মতো খুব বড় ইনিংস নয় অবশ্যই। কিন্তু এদিন সুরিয়াভানশির ব্যাটিংয়ের ধরন, ভয়ডরহীন মানসিকতা নজর কাড়ে সবার। এত অল্প বয়সে আইপিএলের মতো টুর্নামেন্টে অভিষেকের রোমাঞ্চ, স্নায়ুচাপ, ভয় ও শঙ্কাকে তুড়ি মেরে যেভাবে উড়িয়ে দেন তিনি, তা ছিল অসাধারণ।
১৮১ রান তাড়ায় ‘ইম্প্যাক্ট বদলি’ হিসেবে সুরিয়াভানশিকে ব্যাটিংয়ে নামায় রাজস্থান। শার্দুল ঠাকুরের করা প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পান তিনি। প্রথম বলেই লেগ সাইডে সরে একটু জায়গা বানিয়ে এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে দেন, ছক্কা!
তার ওই ছক্কার ভিডিও ক্লিপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে আরও দুটি ছক্কা মারেন তিনি। ইনিংসে চার মারেন দুটি।
সুরিয়াভানশির সাহসী ব্যাটিংয়ে মুগ্ধ বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, নিজের মতো খেলার ‘লাইসেন্স’ দিয়েই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে হয়।
“১৪ বছর বয়সের একটা ছেলে, বৈভাব সুরিয়াভানশি। সে যেভাবে প্রথম বলে ছক্কা মারল, এটা অনেক বড় ব্যাপার। প্রথম বলে ছক্কা মারতে গিয়ে সে যদি আউট হয়ে যেত, কল্পনা করুন কী হতো? পাকিস্তানে লোকজন বলত, তাকে বাদ দাও। কিন্তু এভাবেই খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে হয়, যা পরে ফল দেয়।”
“আভিশেক শার্মাকে দেখুন। তিলাক ভার্মার দিকে তাকান। জয়সওয়াল, গিলকে দেখুন। ওই আত্মবিশ্বাস ও নিজেকে মেলে ধরার লাইসেন্স পাওয়ার পর তারা বড় খেলোয়াড় হয়ে উঠেছে। আর তারা যদি ভিরাট কোহলি, রোহিত শার্মার সঙ্গে খেলতে পারে, তাহলে অবশ্যই গ্রেট ক্রিকেটার হয়ে উঠবে।”
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন। দলটির পরের ম্যাচেও তাই সুরিয়াভানশির খেলার সম্ভাবনা রয়েছে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে কেবল দুটি জেতা রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে। তাদের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে, আগামী বৃহস্পতিবার।