পান্তা-ইলিশ, কিসসা, পুঁথিপাঠ ও কবিতায় ছড়াল বর্ষবরণের ঘ্রাণ।
Published : 23 Apr 2025, 07:34 AM
নিউ ইয়র্কে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সাহিত্য ও সংস্কৃতিচর্চার সংগঠন ‘ঊনবাঙাল’।
রোববার একটি রেস্তোরাঁর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠান উদ্বোধন করেন লাইবেরিয়ায় জন্ম নেওয়া ৯ বছর বয়সী তাহিরা এবং বাংলাদেশ থেকে আসা কবি মুনির সিরাজ।
উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু, কবি কাজী জহিরুল ইসলাম, ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির, সমন্বয়ক মুন্না চৌধুরী, সৈয়দ ফজলুর রহমান, সেলিনা উদ্দিন, আহসান হাবিব, মুশফিক চৌধুরী, নজরুল ইসলাম, রওশন হক ও সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল।
কাজী জহিরুল ইসলাম বঙ্গাব্দের ইতিহাস তুলে ধরে জানান, সম্রাট আকবরের আমলে ১৫৮৪ সালে পারস্যের জ্যোতির্বিদ আমীর ফতেহুল্লাজ সিরাজীর প্রণীত সৌর পঞ্জিকার ভিত্তিতে বঙ্গাব্দ চালু হয়। রাজা শশাঙ্কের সময় থেকে বঙ্গাব্দ শুরু—এমন প্রচলিত ধারণাকে তিনি ভিত্তিহীন বলে অভিহিত করেন।
আয়োজনে ছিল পান্তা-ইলিশ, পিঠা, পায়েস, ভর্তা ও মিষ্টান্নসহ নানা ধরনের খাবার। পরিবেশিত হয় ছয়টি দলীয় ও একাধিক একক সঙ্গীত। তবলায় ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেবু চৌধুরী।
কবিতা আবৃত্তিতে অংশ নেন আহসান হাবিব, দিমা নেফারতিতি, সুমন শামসুদ্দিন, মুক্তি জহির ও ফরিদা ইয়াসমিন। স্বরচিত কবিতা পড়েন কাজী জহিরুল ইসলাম, রওশন হক ও শেলী জামান খান।
কিসসা বলেন গুলশান আরা চৌধুরী ও কাওসার পারভীন চৌধুরী। পুঁথিপাঠ করেন সৈয়দ রাব্বী, কথিকা পাঠ করেন ওয়াহেদ হোসেন।
অনুষ্ঠানে ছিল লুডু, কুতকুত ও ধাপ্পা খেলার আয়োজন। স্থানজুড়ে ছিল মুখোশ, হারিকেন, হুক্কা, পলো, ঝাঁকি জাল ও বাবুই পাখির বাসা দিয়ে সাজানো গ্রামীণ আবহ।
সমাপনী পরিবেশনায় গান শোনান মরিয়ম মারিয়া। তারপর একক গান পরিবেশন করেন সৌভিক, রূমা চৌধুরী, মোহাম্মদ শানু, নজরুল ইসলাম, মিতা হোসেন ও সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল। খাবার পরিবেশনার দায়িত্বে ছিলেন কাজী ফৌজিয়া ও মুন্না চৌধুরী।