‘হানি ট্র্যাপ’: মেঘনার ‘সহযোগী’ দেওয়ান সমির আরও ৪ দিনের রিমান্ডে
‘হানি ট্র্যাপ’: মেঘনার ‘সহযোগী’ দেওয়ান সমির আরও ৪ দিনের রিমান্ডে। সবমিলিয়ে তাকে ১৪ দিনের রিমান্ডে পেল পুলিশ।তবে, দেওয়ান সমির সাংবদিকদের বলেছেন,'আপনারা ধৈর্য ধরুন, সঠিক ফল আসবে। আমি যদি অন্যয় করে থাকি, রাষ্ট্র থেকে যে শাস্তি দেয় মেনে নিবো।'