একজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে খাল থেকে, বলছে পুলিশ
Published : 21 Apr 2025, 11:30 AM
সিলেটের গোয়াইনঘাটে এক মিষ্টি ব্যবসায়ী ও এক অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার গোয়াইনঘাট সরকারি কলেজের পাশের খাল থেকে একজনের এবং রোববার রাত ১টার দিকে জাফলংয়ের মামার দোকান এলাকা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল জানান।
মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নেত্রকোণার কালিয়াজুড়ি এলাকার জয় কৃষ্ণ সরকারের ছেলে রাজিব সরকার (৩৩)।
ওসি সরকার তোফায়েল বলেন, “মামার দোকান বাজারে একটি মিষ্টির দোকান চালাতেন রাজিব। তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে পচন ধরায়
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মৃত্যু হয়েছে।
“তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
তবে গোয়াইনঘাট সরকারি কলেজের পাশের খালে পাওয়া মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি সরকার তোফায়েল বলেন, “লাশটি খালে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করেছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।”