“রফিকের ডান হাতে গুলি লেগেছে। তার বিরুদ্ধে অপহরণের একাধিক মামলা আছে”, বলছে পুলিশ।
Published : 21 Apr 2025, 10:45 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনায় একজনের গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (২৭) হোয়াইক্যং ইউনিয়নের হারাংখালী গ্রামের আবদু সালামের ছেলে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের দাবি, গুলিবিদ্ধ রফিক অপহরণকারী দলের সদস্য।
ওসি বলেন, “সন্ধ্যায় ওই এলাকায় অপহরণকারী একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল অভিযানে যায়। সেখানে যাওয়ার পর যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে অপহরণকারীরা।
“এক পর্যায়ে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে রফিক গুলিবিদ্ধ হয়। পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।”
ওসি বলেন, রফিকের ডান হাতে গুলি লেগেছে। তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একাধিক মামলা আছে।”