আড়াই হাজার টাকা, ওই চাপাতি এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হিরো হাংক মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
Published : 18 Apr 2025, 02:48 PM
ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় মোটরসাইকেলে এসে চাপাতি হাতে ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের পুবাইলের কুদাব পশ্চিমপাড়া এলাকা থেকে ওই ঘটনায় জড়িত ইমরান খান সাকিব ওরফে শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি চাপাতি, আড়াই হাজার টাকা এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হিরো হাংক মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, “৩৫ বছর বয়সী শাকিল একজন পেশাদার ছিনতাইকারী।”
তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদকের একাধিক মামলার খোঁজ পেয়েছে পুলিশ। ছিনতাইয়ের কাজে জড়িত শাকিলের অপর দুই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৃহস্পতিবার ভোর ৪টায় মিরপুর থানার অধীন পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। দুই তরুণ-তরুণী খাগড়াছড়ি থেকে ঢাকায় নেমে রিকশায় করে মনিপুরের বাসায় ফিরছিলেন। পথে শেওড়াপাড়ায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তরুণের মানিব্যাগ থেকে আড়াই হাজার টাকা, তরুণীটির ভ্যানিটি ব্যাগ এবং তার গলা থেকে রুপার চেইন নিয়ে গেছে। ওই দুই তরুণ-তরুণী নিজেদের চাচাত ভাই-বোন পরিচয় দিয়েছেন পুলিশের কাছে।
পরে ক্লোজড সার্কিক ক্যামেরায় ধারণ করা ছিনতাইয়ের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় করে গলি দিয়ে দুইজন যাওয়ার সময় হঠাৎ করে তরুণটি পেছনে থাকায়। এরপরই তিনজনকে বহনকারী মোটরসাইকেলটি তাদের পাশে এসে থামে। চালকের মাথায় হেলমেট ছিল। অন্যদের কোনো হেলমেট ছিল না।
পরে সবার পেছনে বসা সাদা টি শার্ট পরা যুবকটি প্রথমে নেমে কোমর থেকে একটি চাপাতি বের করেন। মাঝে বসা যুবকটি এরপর নেমে যান। এসময়ে রিকশায় বসা তরুণটি নেমে যান। তরুণীটি রিকশায় বসে ছিলেন। চাপাতি হাতের যুবকটি তরুণীর দিকে এগিয়ে এসে চাপাতি দিয়ে কোপ দেওয়ার ভয় দেখায় এবং ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়।
ভিডিওতে দেখা যায়, একই সময় মোটরসাইকেলের মাঝে বসা যুবকটি তরুণীর গলা থেকে চেইন খুলে নেয় এবং রিকশায় থাকা কালো রংয়ের আরেকটি ব্যাগ নেয়। তারা ছিনতাই করার সময় হেলমেট পরা যুবকটিও কাছাকাছি ছিল।
পরে মোটরসাইকেল ঘুরিয়ে চলে যাওয়ার সময় মাঝে বসা যুবকটি তার হাতে থাকা কালো ব্যাগটি ছুঁড়ে ফেলে।
এই ঘটনার পর মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তি এবং শিগগিরই জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, “ঘটনার শিকার মারমা তরুণ ও তার চাচাতো বোন খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের বাসে ঢাকায় এসে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ওরফে শাকিল ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে তরুণের মানিব্যাগ ও তার চাচাতো বোনের একটি রুপার চেইন ছিনতাই করে পালিয়ে যায়।”
ওই মানিব্যাগে নগদ আড়াই হাজার টাকা ছাড়াও তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রো কার্ড ও দরকারি কিছু কাগজ ছিল বরে জানিয়েছে ডিএমপি।