এ নিয়ে এবারের ইজতেমায় ১০ ব্যক্তি মারা গেছেন।
Published : 03 Feb 2024, 01:33 PM
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় ১০ ব্যক্তি মারা গেছেন।
বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ইজতেমার ময়দানে আসা এই তিন জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ব ইজতেমায় আসা চার জন মারা গেছেন। এছাড়া, ময়দানে আসার পথে মৃত্যু হয়েছে এক পুলিশ সদস্যসহ তিন জনের।
পুরানো খবর
টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু