উখিয়া সীমান্তের খালে হেলমেট পরা লাশ, গায়ে খাকি পোশাক

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে সকালে থেকে গোলাগুলির শব্দে আতঙ্কে রয়েছে বাসিন্দারা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2024, 01:23 PM
Updated : 11 Feb 2024, 01:23 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী একটি খাল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাথায় জলপাই রংয়ের হেলমেট আর খাকি পোশাক পরা লাশটি মিয়ানমার থেকে ভেসে এসেছে বলে ধারণা স্থানীয়দের।

রোববার দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস্ এলাকায় মরদেহটির দেখা মেলে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছে। এর মধ্যে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী বেশ কয়েকটি বিজিপি ক্যাম্প আরাকান আর্মি দখল করে নিয়েছে এমন খবর আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এই পরিস্থিতির মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর ৩৩০ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। এখন তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাখাইনে যুদ্ধের মধ্যে বাংলাদেশের উখিয়ার পালংখালী সীমান্তের জলপাইতলী গ্রামে এসে মর্টার শেল পড়লে নারীসহ দুজন নিহত হন। গোলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া সীমান্তবর্তী গ্রামের মাঠে কাজ করতে গিয়েও মর্টার শেল, গুলি পাচ্ছেন স্থানীয়রা।

এই অবস্থায় বাহিনীর পোশাক পরা মরদেহটি ‘যুদ্ধক্ষেত্র’ মিয়ানমার থেকে ভেসে আসার সম্ভাবনা বেশি বলে মনে করছেন স্থানীয়রা।

Also Read: মিয়ানমারে যুদ্ধ: অস্ত্রসহ আসা ক্যাম্পের ২৩ রোহিঙ্গার রিমান্ড আবেদন

Also Read: ভাগ্নেকে খুঁজে পেয়েছেন রোহিঙ্গা নুরুস সালাম

Also Read: টেকনাফ সীমান্তে গুলির শব্দ, নাইক্ষ্যংছড়িতে আরো ২টি গোলা উদ্ধার

Also Read: মিয়ানমার সীমান্তে ফের নবী হোসেন-আতঙ্ক

Also Read: তুমব্রু সীমান্তে ধানক্ষেতে রকেট লাঞ্চার, তুলে আনলেন নারী

Also Read: উদ্ধার করা মর্টার শেলের নিয়ন্ত্রিত বিস্ফোরণ

Also Read: কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিক্রি করতে যাচ্ছিল রোহিঙ্গা শিশুরা

Also Read: ২৩ রোহিঙ্গাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ বিজিবির

Also Read: নাফ দিয়ে প্রবেশের চেষ্টা, ২ নারীকে মিয়ানমার ফেরাল বিজিবি

Also Read: যুদ্ধে স্থবির নাফ নদী পাড়ের বাণিজ্য

Also Read: ‘শান্ত’ ঘুমধুম সীমান্তে যে কারণে বিমান হামলার আতঙ্ক

বালুখালী কাস্টমস্ এলাকায় খাল পাড়ের এক বাসিন্দা বলছিলেন, “মরদেহের মুখে কালি রয়েছে। মাথায় হেলমেট ও গায়ে খাকি পোশাক দেখে মনে হচ্ছে এটি মিয়ানমার বাহিনীর মরদেহ। আরাকান আর্মি বা তাদের কারও হতে পারে।

“এটি খালের পানিতে মিয়ানমারের ঢেঁকিবুনিয়া থেকে ভেসে এসেছে বলে মনে হচ্ছে। মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।”

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, “ছোট খাল দিয়ে মরদেহ ভেসে আসার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আবারও গুলির শব্দ

এদিকে রোববার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তের নাফ নদীর ওপার থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে এসেছে।

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে সকালে থেকে গোলাগুলির শব্দে আতঙ্কে রয়েছে বাসিন্দারা।

উনচিপ্রাং এলাকার মাহমুদ সেলিম বলেন, “একদিন পর পর এভাবে গোলাগুলির শব্দে কেঁপে উঠছে সীমান্ত। আমাদের মাঝেও আতঙ্ক রয়েছে।

“গভীর রাত কিংবা ভোরে গোলাগুলি ও বৃষ্টির মতো মর্টার শেলের শব্দে পুরো গ্রামের মানুষ চমকে ওঠে। এরকম হতে থাকলে আমাদেরও ক্ষতির আশঙ্কা রয়েছে।”

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, “সকালেও উলুবনিয়া ও উনচিপ্রাং সীমান্তে গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে সীমান্তে বিজিবি থাকায় তারা ঘরবাড়ি ছেড়ে কোথাও যাচ্ছেন না।”