বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মাঝেরপাড়া সীমান্ত দিয়ে দুই রোহিঙ্গা পুরুষ বাংলাদেশে প্রবেশ করে।
Published : 08 Feb 2024, 08:19 PM
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতের মধ্যে দুই রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করলেও পরে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মাঝেরপাড়া সীমান্ত দিয়ে দুই রোহিঙ্গা পুরুষ বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় বিজিবির সদস্যরা তাদের দেখতে পেয়ে থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয় বলে বিজিবির হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু জানান।
তিনি বলেন, “তারা জানিয়েছেন, যুদ্ধের মধ্যে তারা চলে এসেছিলেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। নির্দেশনা মোতাবেক তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারে সংঘাতের এমন পরিস্থিতিতে রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বিজিবি সতর্ক অবস্থানে থাকায় সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন:
কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিক্রি করতে যাচ্ছিল রোহিঙ্গা শিশুরা
অনুপ্রবেশের শঙ্কা শরণার্থী কমিশনের, শূন্যরেখায় মানুষের ভিড়
মিয়ানমারের হেলিকপ্টার থেকে গুলি, বিজিপি ক্যাম্পে আগুন
মিয়ানমারে যুদ্ধ: রাখাইনের যে খবর পাচ্ছেন ক্যাম্পের রোহিঙ্গারা
মিয়ানমার থেকে আসা গোলায় বান্দরবানে নিহত ২
মিয়ানমারের যুদ্ধ ছেড়ে সশস্ত্র অনুপ্রবেশ, বাড়ি ছাড়ছেন স্থানীয়রা
বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের ৬৮ সীমান্তরক্ষী: বিজিবি
মিয়ানমার থেকে আসা গুলিতে দুজন আহত, শিক্ষার্থীশূন্য স্কুল
মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে
দুদিন পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, অটোরিকশায় লাগল গুলি
নাইক্ষ্যংছড়ি সীমান্তে এসে পড়ল ৩ মর্টার শেল
অভ্যুত্থানের ৩ বছরে প্রথমবার বেকায়দায় মিয়ানমারের জান্তা প্রধান
জান্তা আমলে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি আরো খারাপ হয়েছে: ভলকার তুর্ক
মিয়ানমারের ওপর আবার যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
মিয়ানমার সীমান্তে লাগাতার গোলাগুলি, নাইক্ষ্যংছড়ির ৫ স্কুলে ‘ছুটি’
সীমান্তে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের
মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, এপারে আতঙ্ক
মিয়ানমারের গুলি এসে ভেদ করল টেকনাফের বাড়ির দরজা
মিয়ানমারে যুদ্ধ: রাখাইনের যে খবর পাচ্ছেন ক্যাম্পের রোহিঙ্গারা
তুমব্রু সীমান্তে রাতেও গোলাগুলি, পরিদর্শনে ডিসি-এসপি
জান্তা আমলে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি আরো খারাপ হয়েছে: ভলকার তুর্ক
বিদ্রোহী জোটের হামলায় বহু এলাকা হাতছাড়া, কোণঠাসা মিয়ানমার জান্তা
মিয়ানমারে পেরে উঠছে না জান্তা বাহিনী, সমর্থন হারাচ্ছেন মিন অং হ্লাইং
ভারতে পালাচ্ছে মিয়ানমারের সেনারা, উদ্বিগ্ন মিজোরাম
প্রত্যাবাসন: রাখাইন ঘুরে ‘উন্নতি’ দেখেছে আরআরআরসি, রোহিঙ্গারা হতাশ
জরুরি অবস্থার প্রস্তুতি নিতে নির্দেশনা মিয়ানমার জান্তা সরকারের
নাইক্ষ্যংছড়ি সীমান্তে এসে পড়ল ৩ মর্টার শেল
মিয়ানমারে যুদ্ধ: স্থল সীমান্তের পাশাপাশি নৌপথেও নিরাপত্তা জোরদার
ঘর ছাড়ার আতঙ্ক উসকে দিল মিয়ানমারের যুদ্ধের গোলায় মৃত্যু
মিয়ানমারে যুদ্ধ: সীমান্তের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ
আশ্রয়কেন্দ্র নয়, আত্মীয় বাড়ি ছুটছে আতঙ্কিত সীমান্তবাসী
গোলাগুলি কমলেও নতুন করে ৬৩ বিজিপির অনুপ্রবেশ
চিকিৎসাধীন মিয়ানমারের বিজিপির সদস্যের পাশে বিজিবি প্রধান
গুলি খাটের কাঠে লাগায় প্রাণে বেঁচে যান ঘুমধুমের শহীদুল