“ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি। ভোটের পরিবেশও শান্তিপূর্ণ রয়েছে।”
Published : 09 Mar 2024, 09:15 AM
ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটে ইভিএমে কিছুটা ধীরগতি হলেও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র প্রার্থী মো. ইকরামুল হক টিটু।
তিনি বলেছেন, “ভোটারদের ব্যাপক সাড়া রয়েছে। তবে ইভিএমে ভোট দিতে ধীরগতি হচ্ছে।”
রোববার সকাল ৯টার দিকে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের ৬ নম্বর ভোটকক্ষে নিজের ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু এবার টেবিল ঘড়ি প্রতীকে ভোট করছেন।
নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ইকরামুল হক টিটু বলেন, “সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি। ভোটের পরিবেশও শান্তিপূর্ণ রয়েছে।”
কিছু জায়গায় ইভিএমে ভোট ধীর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি- যেনো ভোটারদের কোনো ভোগান্তি না হয়, ইভিএমে কোথাও কারিগরি ত্রুটি থাকলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”
ভোটে প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে তিনি জানান, “হাতি প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কীর এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।”
সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পযন্ত।
এবার মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল (লাঙ্গল)।
এ নির্বাচনের কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া।
১১নং ওয়ার্ডে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার গেজেট হয়। পরের বছর ৫ মে ভোটগ্রহানের দিন নির্ধারণ করে তফশিল ঘোষণা করেছিল ইসি।
যদিও সিটির প্রথম ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। ওই ভোটে কেবল কাউন্সিলর পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আগের সংবাদ
ময়মনসিংহ সিটি ভোট: ইভিএমসহ সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে
শতভাগ আশাবাদী, আমিই ফিরছি: টিটু
অর্থ ও পেশিশক্তির ব্যবহারের আশঙ্কা করছি: টজু
ময়মনসিংহ সিটি নির্বাচন: জমজমাট ‘প্রচারযুদ্ধ’ শেষে উৎসবমুখর ভোটের আশা
ময়মনসিংহ সিটি ভোট: কারও প্রচারে গতি, কেউ পিছিয়ে পড়ছেন
ময়মনসিংহ সিটি নির্বাচন: বিএনপি ভোটে নেই, তবু তারা আশা নিয়ে মাঠে
ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই, ভোটার উপস্থিতি আসল বিষয়: ইসি আলমগীর
ময়মনসিংহ সিটি ভোট: ভোটারদের সাড়া কতটা?
ময়মনসিংহ সিটি ভোট: পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে খাদ্য কর্মকর্তা
ফের সুযোগ চান টিটু, পরিবর্তনের ডাক আলম-টজুর
ময়মনসিংহ সিটি ভোট: টিটুর প্রতিদ্বন্দ্বী কে?
ময়মনসিংহ সিটি ভোট: আধুনিক নগরী গড়তে ১৫ দফা টজু’র
ময়মনসিংহ সিটি ভোট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন কাউন্সিলর
ময়মনসিংহ সিটি ভোট: প্রতীক পেয়ে প্রচারে প্রার্থী
ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ নেতার মনোনয়ন বাতিল
ময়মনসিংহ সিটি ভোট: ‘বৃহত্তর স্বার্থে’ সরলেন রাজীব, সমর্থন নিয়ে ‘ধোঁয়াশা’
নগরীর সমস্যা নিয়ে পোস্টার: গ্রাফিক ডিজাইনার শামীম কারাগারে
ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ নেতার মনোনয়ন বাতিল