বন্যাদুর্গতদের পাশে দাঁড়াই ভালোবাসা আর সহমর্মিতা নিয়ে

দূরদেশে থাকার অন্যতম কষ্ট হল আপনজনদের কাছে থাকতে না পারা। তাদের দুঃখ-কষ্টের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারা। দেশ ভয়াবহ বন্যায় আক্রান্ত।

মোহাম্মদ আসাদুজ্জামান খান, চীনের লুঝৌ শহর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 03:20 PM
Updated : 18 August 2017, 04:00 PM

বলা হচ্ছে, এবারের বন্যার ভয়াবহতা পূর্ববর্তী সকল বন্যাকে ছাড়িয়ে যেতে পারে। বন্যা-কবলিত প্রায় বিশ জেলায় ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে পঞ্চাশেরও অধিক। আক্রান্ত কয়েক লাখ, সব হারানোর দল দিন দিন ভারি হয়ে উঠছে। খণ্ড খণ্ড ভিডিও, ছবি, খবর ভেসে বেরাচ্ছে অনলাইনে। দেখি, আর চোখের পানি ফেলি। 

ফেসবুকের মাধ্যমে জানতে পারি, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্র/ছাত্রীরা কিংবা স্বেচ্ছাসেবিরা মানুষের কাছ থেকে সাহায্য তুলে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে ত্রাণ-সামগ্রী নিয়ে। অপ্রতুল, তবুওতো ভাগ্য-বিড়ম্বিত মানুষগুলো কিছু আশার আলো দেখছে। 

চীনে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এখানে চাকুরীজীবী বা দীর্ঘমেয়াদী অবস্থানকারী ব্যাবসায়ী খুবই কম। বন্যাদুর্গত এলাকায় বিপুল পরিমাণে আর্থিক সাহায্য পাঠানোর মত রসদ এখানকার বাংলাদেশিদের নেই। তবুও যেটুকু দেখছি, ভালো লাগে।

এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের 'উইচ্যাট' বা 'কিউকিউ' (সামাজিক নেটওয়ার্ক) ভিত্তিক যেসব গ্রুপগুলো আছে, সেখানে দেখি নিজেদের সামর্থ্য অনুসারে সবাই এগিয়ে আসার চেষ্টা করছে। মাতৃভুমি বা নিজদেশের মানুষদের জন্য অনুভব করা, নিজের সামর্থ অনুসারে কিছু করার চেষ্টা করা - এই বোধটুকু প্রবাসী অধিকাংশের মধ্যেই পরিলক্ষিত হয়। বড় ভালো লাগে।

আমার বিশ্বাস, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা প্রিয় মাতৃভূমিতে বন্যায় দুর্দশাগ্রস্থদের জন্য এগিয়ে আসবে আর্থিক সাহায্য নিয়ে।

যারা দেশে আছেন, তাদের মধ্যে যাদের অনেক আছে, তারাও দিবেন আর্থিক সহায়তা। যাদের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়, তারা দিবেন শ্রম। দুর্গত এলাকায় তারা পৌছে দিবেন খাবার, পানি, ওষুধ। বন্যা-পরবর্তী পুনর্বাসন আরো কঠিন।

সেখানে দরকার আরো শ্রম, আরও আর্থিক সাহায্য। যাদের একেবারেই কিছুই নেই, শ্রম দেয়ার মত শারীরিক শক্তিও নেই, তারা দিবেন দোয়া। মহান সৃষ্টিকর্তা যেন দুর্যোগ নিরসন করেন। সবাইকে আবার সুন্দর জীবনে ফিরে আসার সুযোগ দান করেন। 

কি বিশাল জনশক্তির দেশ বাংলাদেশ! কি বিশাল এখানকার মানুষের অন্তর! কি ভালোবাসাময় এক জনপদ! কয়েক কোটি বাংলাদেশিদের মধ্যে কয়েকলাখ মাত্র মানুষ বন্যার কারণে সর্বস্বান্ত হয়ে যাবে! তাই কি হয়? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি, দেশি এবং প্রবাসী সকল সামর্থ্যবান বাংলাদেশি ভাইবোনেরা এগিয়ে আসবেন বন্যা-উপদ্রুত এলাকার দুর্ভাগা ভাইবোনদের সাহায্যে।

লেখক: প্রবাসী বাংলাদেশি।

এই লেখকের আরও লেখা

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!