এবারের আসরে বাংলাদেশের চারজন চিত্রশিল্পীর চিত্র প্রদর্শন করা হচ্ছে।
Published : 23 Apr 2024, 09:56 PM
ইতালিতে শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ‘ভেনিস আর্ট বিয়েনাল’ এর ৬০তম আসর। বিশ্বের ৯০টি দেশের সঙ্গে এবার পঞ্চমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।
‘ইয়ানিং ফর হারমনি: ইন দ্য ক্রাইসিস অফ দ্য সিভিলাইজেশন’ শিরোনামে শনিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে এ বছরের নভেম্বর পর্যন্ত।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা সায়মা, মিলান কনস্যুলেটের কনসাল এম জে এইচ জাভেদ, ভেনিসে নিযুক্ত বাংলাদেশের কনসাল ফাবরিৎসিয়ো ইপ্পোলিতো দি আভিনো ও বাংলাদেশ প্যাভিলিয়নের কিউরেটর ভিভিয়ানা ভানুচি।
টানা ছয় মাসব্যাপী চলা এবারের আসরে বাংলাদেশের চারজন চিত্রশিল্পীর চিত্র প্রদর্শন করা হচ্ছে। শিল্পীরা হলেন: একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, আব্দুর রব, শাহেদ কবীর তালুকদার ও মাহবুবা করীম।
উদ্বোধনের পর থেকে প্যাভিলিয়নে বাংলাদেশের চিত্র দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইতালিয়ান ও অন্যান্য দেশের দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বিশ্বের এতো মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে পেরে আমরা গর্বিত। এই আসর থেকে বাংলাদেশের চিত্র ও সংস্কৃতি সম্পর্কে খুব ভালো মানের ধারণা পাবে দর্শনার্থীরা।”
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল এম জে এইচ জাভেদ বলেন, “এই আয়োজন থেকে আমাদের দেশ ও সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এতে বিদেশিদের মধ্যে বাংলাদেশ ও জনগণের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।”
তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরের সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে বিভিন্ন চুক্তির একটি অংশ ছিলো এটি। সংস্কৃতিসহ বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার মাধ্যমে দুই দেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করেন তিনি।
১৯০৭ সাল থেকে শুরু হওয়া ‘ভেনিস আর্ট বিয়েনাল’ শিরোনামে এ চিত্রপ্রদর্শনী প্রতি দুই বছর পর পর আয়োজন করা হয়।