“আমরা আশা করছি, বিনিয়োগে আগ্রহী প্রবাসীরাও খুব সহজেই কাঙ্ক্ষিত সেক্টরে বিনিয়োগের সকল সহযোগিতা পেয়ে যাবেন,” বলেন বিএবি চেয়ারম্যান হাই সরকার।
Published : 19 Apr 2025, 12:11 PM
স্বজনদের কাছে টাকা পাঠানোর পাশাপাশি দেশে শিল্পকারখানা স্থাপনেও যাতে যুক্তরাষ্ট্র প্রবাসীরা আগ্রহী হোন, সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে তিন দিনের রেমিটেন্স মেলা।
শুক্রবার সন্ধ্যায় লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
তিনি বলেন, “রেমিটেন্সকারীরা যাতে বাংলাদেশের এয়ারপোর্টে বিশেষ মর্যাদায় অবতরণ এবং বাংলাদেশে অবস্থানকালীন কোনো ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন না হোন- সে ধরনের পদক্ষেপ অবলম্বনের সুপারিশ রয়েছে।
“আমরা আশা করছি, বিনিয়োগে আগ্রহী প্রবাসীরাও খুব সহজেই কাঙ্ক্ষিত সেক্টরে বিনিয়োগের সকল সহযোগিতা পেয়ে যাবেন।”
নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক বিরূপাক্ষ পাল বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির জন্য এই মেলায় সংশ্লিষ্ট সব খাতের অভিজ্ঞজনরা কথা বলবেন। বিরাজিত সমস্যা কাটিয়ে উঠার পথ বাতলে দেবেন।
“বৈধপথে রেমিটেন্সের প্রয়োজনীয়তা এবং বিদ্যমান ইনসেনটিভের পরিমাণ বাড়ানোর সুপারিশও করা হবে সরকার সমীপে। দেশ ও প্রবাসের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তারা সরাসরি প্রবাসীদের কথা শোনবেন এবং রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির স্বার্থে বিরাজিত সমস্যা স্বল্প সময়ে দূর করার ব্যবস্থা নেবেন।”
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ।
বিএবির ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান মোখলেসুর রহমান, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।