“আমরা কেবল পাসপোর্টে বাংলাদেশি নই, হৃদয়ের প্রতিটি কণাতেই বাঙালি।”
Published : 21 Apr 2025, 11:40 AM
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উদযাপিত হলো বাংলা নববর্ষ।
শনিবার রাজধানী আক্রায় এ উৎসবের মূল আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণা ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন আলমগীর হোসেন ও ডায়না খানম। লাল-সাদা শাড়ি, পাঞ্জাবি-পায়জামা পরে প্রবাসীরা অংশ নেন এই ঘরোয়া মিলনমেলায়।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, আবৃত্তি, ছোটদের গান ও কবিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শিশুশিল্পীদের মধ্যে সাফওয়ান হোসেন, সাবিব হোসেন, জারিন সুবাহ, জাইমা আরিবাহ ও এডাম গেয়ে শোনায় ‘এসো হে বৈশাখ’।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ঘানার সভাপতি মো. আওরঙ্গজেব। তিনি তার বক্তব্যে বাঙালির সংস্কৃতির গভীরতা এবং নববর্ষের তাৎপর্য তুলে ধরেন।
দেশটিতে জাতিসংঘের আঞ্চলিক অফিসের কর্মকর্তা মো. শামসুদ্দিন তার শৈশবের নববর্ষ উদযাপনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “এই উৎসব কেবল একদিনের আনন্দ নয়, এটি আমাদের শেকড়ের সাথে সংযোগ।”
উদীচী শিল্পীগোষ্ঠীর প্রাক্তন শিল্পী ডায়না খানম বাংলার হালখাতা, কৃষি সংস্কৃতি, পঞ্জিকা ও গ্রামীণ নববর্ষের আনন্দ-বেদনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বাঙালিয়ানায় ভরপুর খাবারের আয়োজন—পান্তা ভাত, বিভিন্ন প্রকার ভর্তা ও ইলিশ মাছসহ আরও নানা ঐতিহ্যবাহী পদ। খাবারের তত্ত্বাবধানে ছিলেন ডায়না খানম, জাকিয়া সুলতানা ও শারমীন জাহান শাহ্।
সমাপনী বক্তব্য দেন আয়োজক ও বাংলাদেশ কমিউনিটি ঘানার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
তিনি বলেন, “আমরা কেবল পাসপোর্টে বাংলাদেশি নই, হৃদয়ের প্রতিটি কণাতেই বাঙালি। এই পরিচয় ও গৌরব নিয়ে আমরা বিদেশের মাটিতেও বাংলা নববর্ষ উদযাপন করি।”