গাড়িতে আরও দুই বাংলাদেশি বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি।
Published : 25 Apr 2024, 12:52 AM
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি।
নিহত মোহাম্মদ আবু সাইয়িদের (২৬) বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বাজারের বদুপাড়ায়। পিতা মোহাম্মদ হানিফের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট তিনি।
স্থানীয় সময় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদটি নিশ্চিত করেছেন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজারা সাব্বির হোসেন।
নিহত মোহাম্মদ আবু সাইয়িদ একটি মেইনটেন্যান্স কোম্পানিতে বৈদ্যুতিক কাজের সহকারী হিসেবে আড়াই বছর ধরে কাজ করতেন। থাকতেন শিল্পনগরী মুসাফ্ফার ক্যাম্পে।
ওই কারখানার মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, সোমবার আরও দুই বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিটি থেকে ক্যাম্পে ফিরছিলেন আবু সাইয়িদ। তার এক বন্ধু গাড়ি চালাচ্ছিলেন, আরেক বন্ধু ছিলেন সামনের সিটে। একসময় দ্রুতগতির গাড়িটি মুরুর আল ফুতেইম সংলগ্ন চৌরাস্তায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। এতে আবু সাইয়িদ গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে মারা যান।
আবু সাইয়িদের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত দুইজন এখন শঙ্কামুক্ত, গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করেছে।
দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজারা সাব্বির হোসেন জানান, নিহতের বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির মাধ্যমে লাশ দ্রুত দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া চলছে। দূতাবাসের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।