“আদালতে আসামি পক্ষের কোনো আবেদন না থাকায় তাদেরকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।”
Published : 09 Apr 2024, 09:36 PM
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের মামলায় গ্রেপ্তার ৫২ বম নারী-পুরুষকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকালে মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম নাজমুল হোসাইন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক এ কে ফজলুল হক।
তিনি বলেন, “সকালে প্রথমে একজন, দ্বিতীয় দফায় বিকালে আরও তিনজন এবং সবর্শেষ দফায় ৪৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
“এর আগে গতকাল সোমবার এই ঘটনায় গ্রেপ্তার আরও দুইজনকে আদালতে (চেউসিস বম ও গাড়ি চালক কফিল উদ্দিন) তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।”
এদিকে সোমবার রুমা থেকে গ্রেপ্তার ছয় মাসের অন্ত:সত্ত্বা এক নারীকে পুলিশ ছেড়ে দিয়েছিল বলে জানিয়েছেন জিআরও পুলিশ বিশ্বজিৎ সিংহ।
মামলার আসামি পক্ষের আইনজীবী মহতুল হোসেন যন্ত সাংবাদিকদের বলেন, “আজকে রুমা ও থানচির দুই মামলায় আসামিদের পুলিশ আদালতে উপস্থাপন করে। আদালতে আসামি পক্ষের কোনো আবেদন না থাকায় তাদেরকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
“তবে আদালতের অনুমতি সাপেক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে ওকালতনামা দস্তখত নিয়েছি। ঈদের পর কাগজপত্র দেখে জামিনের আবেদন করব। তখন জামিনের শুনানি হবে।”
গ্রেপ্তার আসামিদের কুকি-চিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিনা জানতে চাইলে আইনজীবী বলেন, “তাদেরকে রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঈদের পরে কাগজপত্র দেখতে হবে। তবে গ্রেপ্তার হওয়া লোকজন সবাই বম সম্প্রদায়ের।”
২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি ২ এপ্রিল রাতের প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে ৪ এপ্রিল রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৬ ঘণ্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতি, অর্থ লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানানো হয়। এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন:
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ
কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ যেভাবে গ্রেপ্তার
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পাহাড়ে অবশ্যই শান্তি ফিরবে, সে পথেই যাচ্ছি: বম পার্টি
‘সক্ষমতা জানান দিতেই’ কেএনএফের হামলা: র্যাব
দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের ‘বম পার্টি’ আতঙ্ক
রুমায় ব্যাংক ডাকাতি: ‘লড়বি না, লড়লেই গুলি করে দেব’
থানচিতে রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট
এবার ভরদুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
ভালো আছি, কৃতজ্ঞতা: ব্যাংক ম্যানেজার নেজাম
ঘণ্টাখানেক গোলাগুলির পর থমথমে থানচি
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
ব্যাংক ডাকাতি-অর্থ লুট: রুমা ও থানচিতে ৬ মামলা
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ম্যানেজার নেজামকে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যায় সশস্ত্ররা
ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা: আইজিপি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কেএনএফের ২ সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর