কয়েকটি বম পাড়ার বেশ কিছু মানুষ এসে উপজেলা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নেয়।
Published : 11 Apr 2024, 09:50 PM
বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানকে কেন্দ্র করে বম অধ্যুষিত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরপর বৃহস্পতিবার সকাল থেকে রুমা বাজারের পাশের ইডেন পাড়া, লাইরুংপি পাড়া এবং পাশের আরও কয়েকটি বম পাড়ার বেশ কিছু বাসিন্দা উপজেলা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে এসে আশ্রয় নেন। কিছু সময় সেখানে থাকার পর তারা ফিরেও যান নিজেদের পাড়ায়।
মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ও রুমা সাঙ্গু কলেজের অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ বমদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেন। মাইকিংয়ের সাড়া দিয়ে অনেকে রুমা বাজারে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের ভবনে আশ্রয় নিয়েছে।
“কয়েকটি পাড়া মিলে দেড়শ থেকে দুইশ বম নারী-পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছে। বিকালের দিকে আবার শুনেছি তারা নিজ নিজ পাড়ায় ফিরে গেছেন।”
এদিকে রুমা বাজার এলাকার কয়েকজন বলেছেন, সকালে তারা ড্রোন উড়তে দেখেছেন। হয়ত এসব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলবে। সাধারণ মানুষ যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হতে পারে।
এ বিষয়ে জানতে রুমা থানার ওসি মো. শাহজাহানকে মোবাইলে ফোন করা হলেও তিনি কল ধরেননি।
ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট: বম সম্প্রদায়ের আরও তিনজন গ্রেপ্তার
পরে রুমার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, “বিষয়টি এখনও জানি না। আরও কিছু সাংবাদিক এ বিষয়ে জানতে চেয়ে ফোন করেছেন। এসব ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। যেহেতু যৌথ বাহিনীর অভিযান চলছে। তারা ভালো বলতে পারবেন।”
২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র কিছু ব্যক্তি। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি ২ এপ্রিল রাতের প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে ৪ এপ্রিল রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৬ ঘণ্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতি, অর্থ লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানানো হয়। এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ তিনজনসহ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
হঠাৎ বাতিল বান্দরবানের হোটেল-রিসোর্টের বুকিং, নেপথ্যে কী
এবার কেএনএফের ‘সহযোগী’ রুমা থেকে গ্রেপ্তার
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ
কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ যেভাবে গ্রেপ্তার
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কেএনএফের সঙ্গে সংলাপ সম্ভব নয়: শান্তি প্রতিষ্ঠা কমিটি
পাহাড়ে অবশ্যই শান্তি ফিরবে, সে পথেই যাচ্ছি: বম পার্টি
‘সক্ষমতা জানান দিতেই’ কেএনএফের হামলা: র্যাব
দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের ‘বম পার্টি’ আতঙ্ক
রুমায় ব্যাংক ডাকাতি: ‘লড়বি না, লড়লেই গুলি করে দেব’
থানচিতে রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট
এবার ভরদুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
ব্যাংক ডাকাতি-অর্থ লুট: রুমা ও থানচিতে ৬ মামলা
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ম্যানেজার নেজামকে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যায় সশস্ত্ররা
ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা: আইজিপি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রুমায় ব্যাংক লুট: সন্ধান মেলেনি ‘অপহৃত’ ব্যবস্থাপকের
রুমায় ব্যাংক ডাকাতি, সন্দেহে ‘বম পার্টি’
কেএনএফের ২ সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর