বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ১৯ থেকে ২১ মে পর্যন্ত আপিল করতে পারবেন; আর তা নিস্পত্তি হবে ২২ থেকে ২৪ মে এর মধ্যে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 02:55 PM
Updated : 18 May 2023, 02:55 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা হুমায়ূন কবির।

বাছাইয়ে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, খেলাপি ঋণ ও তথ্য গোপনের কারণে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই জনের মনোনয়ন বাতিল করা হয় বলে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান।

তিনি জানান, খেলাপি ঋণ থাকায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারুজ্জামান গাজী হিরু এবং যথাযথভাবে ফরম পূরণ না করায় ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহম্মেদ মান্না, তার ভাই মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে সকালে মেয়র পদে চার জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

সহকারী রির্টানিং কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে ১৮ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮০ জন। এর মধ্যে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪০ জন রয়েছেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত আপিল করতে পারবেন; আর তা নিস্পত্তি হবে ২২ থেকে ২৪ মে এর মধ্যে।

২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্ধ। ১২ জুন ভোট গ্রহণ হবে।

আরও পড়ুন:

Also Read: বরিশাল সিটি নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হাসানাতকে ‘মাথায়’ রেখে খোকনের নির্বাচন পরিচালনায় কমিটি কেন্দ্রের

বরিশাল সিটি নির্বাচনে খোকনের প্রধান উপদেষ্টা বড় ভাই, নেই ভাতিজা

সাদিকপন্থিদের ছাড়াই খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটি

মে দিবসে খোকন ও সাদিকের অনুসারীদের পাল্টাপাল্টি সমাবেশ

বরিশালে ভোটের মাঠে সাবেক মেয়রের ছেলে; দেখাবেন ‘বড় চমক’

প্রার্থী ঘুরাতে পেরেছি: প্রতিমন্ত্রী শামীম

বরিশাল সিটিতে ব্যালটে ভোট ও সেনাবাহিনী চান জাপার তাপস

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর নাম ঘোষণা

‘পাতানো নির্বাচনে’ যাবেন না বরিশালের মনীষা

বরিশালের মানুষ বঞ্চিত, মৌলিক সেবাও পায়নি: খোকন সেরনিয়াবাত

‘নতুন বরিশাল, জয় শেখ হাসিনা’, সংবর্ধনায় খোকন সেরনিয়াবাত

বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?

বড় ভাইয়ের বাসায় খোকন সেরনিয়াবাত, ছিলেন সাদিক-পরশও