“দুই বোন হাবিবা আলম ও হামিদুন্নেছা বিউটিকে নিয়ে এমপির বাসভবনে আসেন খোকন সেরনিয়াবাত।”
Published : 19 Apr 2023, 06:18 PM
বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ; যিনি খোকন সেরনিয়াবাত নামেই পরিচিত।
বুধবার বেলা ১১টায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সংসদ ভবনের বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন।
আবুল হাসানাত আব্দুল্লাহর ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টার দিকে দুই বোন হাবিবা আলম ও হামিদুন্নেছা বিউটিকে নিয়ে এমপির বাসভবনে আসেন খোকন সেরনিয়াবাত। কিছুক্ষণ পর এসেছিলেন তাদের ভাগ্নে শহীদ আরজুমনির ছেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
“খোকন সেরনিয়াবাত প্রায় এক ঘণ্টা বাসায় অবস্থান করেন। আর যুবলীগের চেয়ারম্যান দুই ঘণ্টার মতো ছিলেন। তাদের দুই বোন এখনও বাসায় আছেন।”
তাদের মধ্যে কী নিয়ে আলাপ-আলোচনা হয়েছে জানেন না উল্লেখ করে খায়রুল বাশার বলেন, এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার ছোট ভাই সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানার জন্য খোকন সেরনিয়াবাতকে মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে তার ঘনিষ্ঠ একজন বলেন, “আবুল হাসানাত আব্দুল্লাহ তার বড় ভাই এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক কারণেই তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যেতে হয়। সেই সাক্ষাৎ করতে গিয়েছিলেন।”
“খোকন সেরনিয়াবাত নীতিতে অটল। তিনি তার ন্যায়-নীতি নিয়ে চলবেন।”
খোকন সেরনিয়াবাতের ব্যক্তিগত সহকারী রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে বরিশালে আসবেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বেলা ১১টায় গড়িয়ারপাড় থেকে তিনি নগরীতে প্রবেশ করবেন। পরে কাশিপুর বাজার, নথুল্লাবাদ বাস টার্মিনাল, বৈদ্যপাড়ার মুখে, বিএম কলেজের প্রথম গেইট, নতুন বাজার, ল কলেজের সামনে, জেলখানার মোড়, অশ্বিনী কুমার হল, গির্জা মহল্লার মোড় হয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যাবেন।
মনোনয়ন পাওয়ার পর খোকন আব্দুল্লাহর এটাই প্রথম বরিশালে আগমন। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সফরসঙ্গী হবেন বলেও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন।
এবারের নির্বাচনে সাদিক আব্দুল্লাহও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার বাবা হাসানাত আব্দুল্লাহ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডেরও সদস্য। তাই অনেকের ধারণা ছিল, এবারও তার ছেলে সাদিকই মনোনয়ন পেতে যাচ্ছেন। কিন্তু তা না হওয়ায় হতাশ তার সমর্থকরা।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য খোকন সেরনিয়াবাত মাস তিনেক আগে বরিশালের রাজনীতিতে জড়াতে শুরু করেন। বরিশাল নগরীর কালীবাড়ি রোডে তার বাবা প্রয়াত আবদুর রব সেরনিয়াবাতের বাড়ি। তবে খুলনা থেকে এসে সেই বাড়িতে ওঠেননি তিনি। বাংলা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকছেন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রাতে ঢাকার মিন্টো রোডে আবদুর রব সেরনিয়াবাতের বাড়িতেও হামলা হয়েছিল। সেই হামলায় রব সেরনিয়াবাতসহ পরিবারের ছয় সদস্য নিহত হন। সেই রাতে গুলিবিদ্ধ হলেও বেঁচে যান খোকন সেরনিয়াবাত।
পারিবারিক দূরত্বের বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কোনো কথা বলতে চান না খোকন সেরনিয়াবাত।
আর তাকে ঘিরে আওয়ামী লীগের যে নেতা-কর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তারা আবার বরিশাল নগরীর সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী। প্রতিমন্ত্রীর সঙ্গে মেয়রের দ্বন্দ্বও বরিশালে আলোচিত বিষয়।
আরও পড়ুন:
বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?
ভোটে চাচার বিপক্ষে ‘যাবেন না’ সাদিক আব্দুল্লাহ
‘অপরিচিত’ খায়ের আব্দুল্লাহর মনোনয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল