দিনভর জেলায় জেলায় বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য ও ম্যুরাল ভাঙা হয়েছে; আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে। সরকারের পক্ষ থেকে এই পরিণতির জন্য হাসিনাকেই দায়ী করা হয়েছে।
Published : 07 Feb 2025, 01:40 AM
আগের রাতে শুরু হওয়া ভাঙচুরের ২৪ ঘণ্টারও বেশি সময় পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙা ফটক দিয়ে ঢুকতে দেখা গেল একটি ট্রাক। একটু পর সেখানে পড়ে থাকা পুড়িয়ে দেওয়া একটি গাড়ির ধ্বংসাবশেষ টানাটানি শুরু করেন কয়েকজন। তারা গাড়িটি হাতে টেনে তুলে ট্রাকের উপরে উঠিয়ে ফেললেন; একটু পর চলেও গেলেন।
শুধু যে এই কয়েকজন ৩২ নম্বরের এ বাড়ি থেকে গাড়িটি নিতে এসেছেন তা নয়; রাত ১১টার দিকে সেখানে দেখা যায় শত শত মানুষ ভিড় করছেন, যাদের বেশির ভাগই কিছু না কিছু নিতে এসেছেন। অনেকে মালামাল নেওয়ার জন্য গুঁড়িয়ে দেওয়া বাড়ির প্রাঙ্গণে নিয়ে এসেছেন রিকশাও।
তিন তলা বাড়িটির চারিদিকে তখনও জিনিস ভাঙার শব্দ ভেসে আসছে। ছেনি-হাতুড়ি দিয়ে চলছে ভাঙচুরের চেষ্টা। হ্যাসকো ব্লেড দিয়ে কাটা হচ্ছে রড। দিনভর লুটপাটের পর এখনও যা কিছু অবশিষ্ট আছে সেটুকুই যে যেভাবে পারছেন নিয়ে যাওয়ার চেষ্টায় মত্ত, কারও দিকে কারও ভ্রক্ষেপ নেই।
ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া বক্তব্যের পাল্টায় বুধবার রাত ৯টার পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ধানমন্ডিতে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত এ ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দিনভর সবার নজরে থাকা এ ভবনে দিনভর ভাঙচুর ও লুটপাটের পর বিকাল বেলায় সেখানে গরু জবাই করে বিরিয়ানির রান্নার পর রাতে সেখানে জিয়াফতের আয়োজন করা হয়।
খবরের শিরোনাম হওয়ায় এ ঘটনার রেশ ছড়িয়েছে দেশজুড়েও। বুধবার রাতের পর বৃহস্পতিবার দিনভর জেলায় জেলায় বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য ও ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। খুলে ফেলা হয়েছে তাদের নামে থাকা নামফলক। ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে। অনেক জেলায় দলীয় কার্যালয়ে দেওয়া হয়েছে আগুন।
সরকারের পক্ষ থেকে এই পরিণতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা চেষ্টা করেছে, তবে ৩২ নম্বরের মূল ঘটনাস্থলে রাতভর কোন পুলিশকেই দেখা যায়নি। সেনাবাহিনীর একটি দল কিছুক্ষণের জন্য এসে আবার চলে যায়। তারা ঘটনাস্থলে আসামাত্র আশপাশ থেকে হাজারো ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেওয়া শুরু করলে সরে যান সেনা সদস্যরা।
ছাত-জনতার তুমুল গণ আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের দিনও বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ অগাস্ট থেকে ভারতে অবস্থান করছেন। বুধবার ছিল তার সরকার পতন ও দেশত্যাগের ছয়মাস পূর্তির দিন। এদিন রাতেই ব্যাপক ভাঙচুরের পর ৩২ নম্বরে ভেতরে পোড়ার মত যা কিছু আছে, তাতে ফের আগুন দেওয়া হয়।
রাতের ভাঙচুরের পর ভবনটিতে সকাল থেকে শুরু হয় লুটপাট। ভাঙা দুই ভবন এবং পেছনের বর্ধিত জাদুঘর ভবনের ভবনের রড থেকে শুরু করে ইট পর্যন্ত যে যা পেরেছেন হাতে বা রিকশার করে তুলে নিয়ে গেছেন।
হাতুড়ি, শাবল, হ্যাসকো ব্লেড দিয়ে রডসহ ধাতব অংশ কেটে বা ভেঙে নিয়ে যেতে দেখা গেছে দিনভরই। এর পাশাপাশি বই, নথিপত্র, পোস্টারসহ বিভিন্ন শো পিস ও আসবাবপত্র লুটপাট হয়েছে দেদারসে।
এখানে ভাঙচুরের মধ্যে বুধবার রাত পৌনে ১১টার দিকে ধানমণ্ডির ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদনে’ দেওয়া হয় আগুন। সেই আগুন জ্বলেছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। নেভাতে আসেনি ফায়ার সার্ভিসও।
ধানমন্ডি ৩২ নম্বর থেকে শুরু হওয়া এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা আগের রাতেই দেশজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতেও তা অব্যাহত থাকে।
খুলনা, খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজ, ভোলা, পাবনা, বরিশাল, সিলেট, যশোর, পিরোজপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ঝালকাঠি, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, রংপুর, রাজশাহী, নজরুল বিশ্ববিদ্যালয়, পাবনা, টাঙ্গাইল, লক্ষ্ণীপুর, সাভার, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শাহজালাল বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, পঞ্চগড়, মানিকগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কিশোরগঞ্জ থেকে এসেছে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা।
শেখ মুজিবের ভাস্কর্য, ম্যুরাল থেকে শুরু করে তার নামে থাকা বিশ্ববিদ্যালয়, শিশু পার্ক স্থাপনাসহ শেখ পরিবারের নামে থাকা সব ধরনের নামফলক ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বর্ষীয়ান নেতা আমু, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুরের পর দেওয়া হয়েছে আগুন।
দিনের আলোয় বাধাহীন লুটপাট
ভেঙে ফেলা ভবনটিতে সকাল থেকে শুরু হয় আবার লুটপাট। ভাঙা দুই ভবন এবং পেছনের বর্ধিত জাদুঘর ভবনের ভবনের রড থেকে শুরু করে ইট পর্যন্ত যে যা পেরেছেন হাতে বা রিকশার করে তুলে নিয়ে গেছেন। হাঁতুড়ি, শাবল, হেক্সো ব্লেড দিয়ে রডসহ ধাতব অংশ কেটে বা ভেঙে নিয়ে যেতে দেখা গেছে দিনভরই। এর পাশাপাশি বই, নথিপত্র, পোস্টারসহ বিভিন্ন শো পিস ও আসবাবপত্র লুটপাট হয়েছে দেদারসে।
ভেতর থেকে বয়ে এনে সড়কে স্তূপ করে সেখান থেকে রিকশা বা ভ্যানে করে সেসব কাটা রড, গ্রিল ও কাঠ সরিয়ে নিতে দেখা গেছে।
হাজারীবাগের বাসিন্দা সিরাজুল নামে একজন ভ্যানে করে এমন নানান জিনিসপত্র বোঝাই করছিলেন।
এগুলো কী করবেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভাঙারির দোকানে নিয়া বেঁচমু, কী করমু আর। সবাই নিতেছে, আমিও নিলাম যা পাইছি আইসা।”
আধভাঙা ভবনের রড কাটছিলেন সুজন নামে একজন। তিনি বলেন, “ভাইঙাইতো ফেলতেছে, আমরা কিছু নিয়া যাই। যা পাই, তাই লাভ।”
দুপুর গড়ালেও পেছনের ওই ছয়তলা বর্ধিত জাদুঘরের ভবনটিতে শত শত মানুষ ঢুকছেন, আর বের হচ্ছেন। ভবনটিতে থাকা বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন বইগুলোও হাতে হাতে নিয়ে যাচ্ছেন অনেকেই।
সামনের আধাভাঙা ভবন দুটিতেও উৎসুক জনতার ঢল। কেউ কেউ ছবি তুলছেন-ভিডিও করছেন, আবার ক্ষণে ক্ষণে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
জিহাদুল ইসলাম নামে একজন বলেন, “কই গেল ক্ষমতার দম্ভ? কই গেল স্বজন হারানোর বেদনা? এই বাড়ির সামনে দিয়ে দিনের বেলাও হেঁটে যেতে পারত না মানুষ।
“আজ সেই মানুষ এসে বাড়ি ভেঙে দিচ্ছে, যে যার মতো ইটগুলো খুলেও নিয়ে যাচ্ছে। স্বৈরাচারের এমন পরিণতি দেখে আশা রাখি ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নেবে।”
বাড়ি ভাঙার মধ্যেই বেলা সাড়ে ১১টার দিকে উৎসুক জনতার ভিড়ে আওয়ামী লীগ সন্দেহে এক নারীসহ দুইজনকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা।
প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে এবং কথা বলার সময় ‘আপার বাড়ি’ বলায় এক পুরুষের ওপর হামলা চালিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়।
গরু জবাই করে বিরিয়ানি
ভেঙে ফেলা ৩২ নম্বরে বৃহস্পতিবার বিকালে গরু নিয়ে আসে ‘জুলাই ঐক্যজোট’ নামে একটি সংগঠন। বিকাল সোয়া ৪টার দিকে সেখানে গরুটি জবাই করা হয়।
এ সংগঠনের মুখপাত্র সাইদ আহমেদ সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদের প্রতীকি এই বাড়ি গুঁড়িয়ে দেওয়া উৎসবের অংশ হিসেবে গরুটি জবাই করা হয়েছে। এটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে উপস্থিত সবাইকে খাওয়ানো হবে।
আধাভাঙা বাড়ির সামনে গরুটি আনার পর এটিকে ঘিরে সেখানে ভিড় করতে শুরু করে উপস্থিত জনতা। জবহ করা থেকে শুরু করে সেটির মাংস কাটা থেকে রান্না করার পর্যন্ত সেখানে ভিড় লেগেই ছিল। বড় বড় ডেকচি এনে সেখানে রান্না হয়। এ নিয়ে অনেককে ফেইসবুক লাইভসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি করতে দেখা যায়।
সুধা সদনে রাতে আগুন, দিনে লুটপাট
শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় ধানমন্ডির ৩২ নম্বরে দেওয়া ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি কেবল সেখানেই সীমাবদ্ধ থাকেনি। ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার মধ্যেই বুধবার রাত পৌনে ১১টার দিকে আগুন দেওয়া হয় ধানমন্ডি ৫ এ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে।
বৃহস্পতিবার দিনভর আগুন জ্বললেও সেখানে আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যায়ও ভবনটির কোথাও কোথাও জ্বলতে দেখা গেছে। সারাদিনই বাড়িটিতে ভিড় করেছিলেন অনেক মানুষ।
এদের কেউ কেউ আগুনে তপ্ত হয়ে ওঠা বাড়িটির ভেতরে ঢুকে প্রচণ্ড তাপের মধ্যেই সেখান থেকেও ধাতব বস্তু, সোফা, চেয়ার, টেবিলসহ আধপোড়া বিভিন্ন আসবাব, এসি, ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা অংশ,বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছেন।
এমন নানা সরঞ্জাম বাড়ির সামনে থেকে রিকশায় তুলছিলেন সালেহা আক্তার। এসবের গন্তব্যও ভাঙারির দোকান জানিয়ে সালেহা বলেন, “সবতো পুইড়াই গেছে, সকাল সকাল অনেকেই আইসা যা পারছে নিয়া গেছে। আমিও টুকটাক যা পাইছি নিয়া যাই। বেইচা যদি কয়ডা টেহা পাওন যায়।”
বুধবার রাতে দেওয়া আগুন দিনভর জ্বললেও সেখানে যায়নি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, এই আগুনের কোন প্রতিবেদন নেই ফায়ার সার্ভিসের কাছে।
সাধারণত আগুনের খবরে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে গেলে ওই ইউনিটটি ফিরে এসে একটি প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির ও উদ্ধারের প্রাথমিক একটা বিবরণ থাকে। তবে ধানমণ্ডির সুধা সদনে ফায়ার সার্ভিস আগুন নেভাতে না যাওয়ার কারণে তাদের কাছে প্রতিবেদন নেই।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় জানান, “ভাই উচ্ছৃঙ্খল জনতা আগুন দিয়েছে। যেখানে সেনাবাহিনী গিয়ে দাঁড়াতে পারেনি সেখানে ফায়ার সার্ভিস গিয়েই বা কী করবে।”
রাতজুড়ে ভাঙচুর
ধানমন্ডির ৩২ নম্বর অভিমুখে ‘বুলডোজার মিছিলে’র সময় ছিল বুধবার রাত ৯টায়। তবে এর ঘণ্টারও বেশি সময় আগে লোকজন ঢুকে পড়ে বাড়িটিতে। প্রথমে বিক্ষুব্ধ লোকজন খালি হাতে, লাঠিসোঁটা বা ছোট হাতুড়ি দিয়ে প্রধান ফটকটি ভেঙে ফেলেন। এরপর দলে দলে ঢুকে পড়েন ভেতরে। দরজা-জানালা, সিঁড়ি বা বারান্দার রেলিং সব হাতে হাতেই ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ মানুষ। কখনও আবার বড় সাউন্ডবক্সে গান ছেড়ে নাচানাচি করতেও দেখা গেছে মানুষকে।
এরমধ্যেই মধ্যরাতে আসে ক্রেন ও এক্সক্যাভেটর; ভবনটি গুঁড়িয়ে দিতে শুরু হয় কংক্রিটের কাঠামো ভাঙার কাজ। রাত থেকে শুরু হওয়া সেই ভাঙচুর চলেছে বৃহস্পতিবার দিনেও। তবে এক্সক্যাভেটর দিয়ে ভবন ভাঙার কাজ দিনের মাঝামাঝি সময়ে বন্ধ করে দেওয়া হয়।
পাশাপাশি চলেছে বাধাহীন লুটপাট; ভবনটির ইট-কাঠ-রড পর্যন্ত খুলে নিয়ে গেছে মানুষ। ভেতর থেকে বয়ে এনে সড়কে স্তূপ করে সেখান থেকে রিকশা বা ভ্যানে করে সেসব কাটা রড, গ্রিল ও কাঠ সরিয়ে নিতে দেখা গেছে।
বুধবার সারারাত জুড়েই ধানমণ্ডি ৩২ এ ছিল হাজারো মানুষের ভিড়। ভবনটির ভেতরে-বাইরে স্লোগান আর ভাঙচুরের শব্দ।
এর মধ্যে দর্শকের সংখ্যাও কম ছিল না। তারা বাড়ির সামনের পরিস্থিতি দেখছিলেন, মোবাইলে ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন, আবার চলেও যাচ্ছিলেন।
এরমধ্যে ৩২ নম্বর বাড়ির উল্টোপাশে খোলা জায়গায় প্রজেক্টরে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল, যেটির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সেখানে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, “আমরা আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখাচ্ছি। আপনাদের যাদের ভাঙার আছে, তারা সামনে গিয়ে ভেঙে আসেন। এখানে যারা প্রামাণ্যচিত্র দেখতে চায়, তাদের সুযোগ দেন।”
সরকার ও পুলিশ যা বলছে
ধানমন্ডির ৩২ নম্বরে বুধবার রাতে পুলিশ নিরাপত্তা বাড়ানোর কথা বললেও রাস্তার ওপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো অবস্থান ওই এলাকায় দেখা যায়নি।
হামলা, ভাঙচুর ঠেকাতে পুলিশের কী উদ্যোগ ছিল জানতে চাইলে বৃহস্পতিবার ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম।”
সেখানে সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমি কাল রাত দুইটা-আড়াইটা পর্যন্ত সেখানে ছিলাম। সাংবাদিকদের ওপর হামলার কোনো তথ্য আমি পাইনি।”
বৃহস্পতিবার ঢাকার উত্তরায় কাউন্টার ও ই-টিকেটিংয়ের মাধ্যমে বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসে ধানমন্ডির ঘটনা নিয়ে সাংবাদিকের এসব প্রশ্নের মুখে পড়েন।
পুলিশ কমিশনার ‘চেষ্টা করার’ কথা বললেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আসলে সেখানে হামলা ঠেকানোর কোন চেষ্টা হয়নি। সরকারের পক্ষ থেকে এই পরিণতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করা হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে লিখেছেন, “খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্য যেই গণ ক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নাম্বারে। সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।”
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে গিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনাকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’ হিসেবে তুলে ধরে ওই ঘটনার জন্য দায়ী করা হয়েছে শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্যকে’।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, “পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে।
“গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে।
“একটা অংশ হলো, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন।
”দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি-ধামকির সুরে জুলাই গণঅভ্যুত্থানকে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন।”
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।
মানবতাবিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।”
তবে সময়ের হিসাব মিলালে দেখা যায়, শেখ হাসিনা বক্তব্য শুরু করেছেন বাংলাদেশ সময় রাত ৯টায়। আর বত্রিশে হামলা শুরু হয়েছে রাত ৮টার দিকেই।
জাসদের বিবৃতি
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক দল জাসদ এর দুই অংশ।
বৃহস্পতিবার জাসদের (ইনু) দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়, "সরকারি প্রত্যক্ষ মদদে পূর্ব ঘোষণা দিয়ে সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নিরাপদ বেস্টনির মধ্যে সরকারি বুলডোজার, এস্কক্যাভেটর ক্রেন, যন্ত্রপাতি ব্যবহার করে চিন্থিত জঙ্গীবাদীদের ঘণ্টার পর ঘণ্টা ধরে চলমান বঙ্গবন্ধুর ভবনসহ সারাদেশে সরকারি স্থাপনা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল, ভাস্কর্য, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, জ্বালাও, পোড়াও, লুটপাট, ধ্বংসযজ্ঞ চালানো হয়।”
অপরদিকে বাংলাদেশ জাসদের সভাপতি সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, "অনুশোচনাবিহীন ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে একের পর এক উস্কানীমূলক বক্তব্য দিয়ে চলছেন। গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তার কৃত গণহত্যার দায় আন্দোলনকারীদের ওপর চাপাচ্ছেন।
“শেখ হাসিনার এ ধরণের উস্কানিমূলক কার্যকলাপের রাজনৈতিক প্রতিবাদের পথে না গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বঙ্গবন্ধু ভবনকে ধ্বংস করার মাধ্যমে গণ-অভ্যুত্থানের শক্তির মাঝে বিভক্তি সৃষ্টি করার চক্রান্তের ফাঁদে পা দিচ্ছেন। এ ধরণের ভাংচুরের মধ্য দিয়ে বরঞ্চ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে আড়াল করছে এবং ফ্যাসিবাদী রাজনীতির পুনরুজ্জীবিত হবার সুযোগ তৈরি করে দিচ্ছে।”
আরও পড়ুন:
ধানমন্ডি বত্রিশে হামলা 'দুঃখজনক': ভারত
হাসিনার বক্তব্য: ভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ
ভাঙা হল শেখ মুজিবের বাড়ি, পোড়ানো হল হাসিনার সুধা সদন
এবার ভাঙা হল খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজে মুজিবের ম্যুরাল
বরিশালে শেখ মুজিবের ভাস্কর্য ও শিশু পার্ক ভাঙচুর
ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুর
নরসিংদী আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর-আগুন
রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল, ভাস্কর্য ভাঙল বিএনপি
রংপুরে গুঁড়িয়ে দেওয়া হল শেখ মুজিবের ৩ ম্যুরাল
বরিশালে আমুর বাড়ি ভেঙে আগুন দিয়েছে জনতা
নজরুল বিশ্ববিদ্যালয়ে নামফলক ভাঙতে গিয়ে পড়ে আহত শিক্ষার্থী
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
পাবনায় গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগ কার্যালয়, নামফলক ভাঙচুর
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উপড়ে ফেলা হয়েছে
ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ
ময়মনসিংহে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
জাবিতে শেখ মুজিব ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুর
পিরোজপুরে সাবেক এমপি ও মেয়রের বাড়িতে আগুন
বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 'সেরনিয়াবাত ভবন'
যশোর শহরে বঙ্গবন্ধুর ম্যুরাল-ভাস্কর্য আর নামফলক ভাঙচুর
কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল হানিফের বাড়ি, অগ্নিসংযোগ