শেখ বাড়ির প্রধান ফটক, দেয়ালসহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়; যা এখনও অব্যাহত আছে।
Published : 06 Feb 2025, 06:41 PM
খুলনায় বুলডোজার দিয়ে ‘শেখ বাড়ি’ গুঁড়িয়ে দেওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজলাল কলেজে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়েছে।
বুধবার ‘শেখ বাড়ি’ ভাঙার রাতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে খুঁচিয়ে ভাঙা হয়েছে।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নির্মিত হয় ‘কালজয়ী মুজিব’ নামে এ ম্যুরালটি নির্মাণ করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিএল কলেজের খেলার মাঠের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন।
এর আগে বুধবার রাতভর দুটি বুলডোজার চালিয়ে শেখ বাড়ির প্রধান ফটক, দেয়ালসহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা এলাকার বাড়িটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা খুলনা সিটি করপোরেশনের দুটি বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করে।
বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সোহেলসহ আরও কয়েক ভাই থাকতেন।
গত বছরের ৪ অগাস্ট আন্দোলন চলার সময় প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরায় ছাত্র-জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না।
৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর আবারও এ বাড়িটিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। তখন দরজা, জানালা থেকে শুরু করে কোনো কিছুই ছিল না।
এদিকে, বুধবার রাত থেকে ভাঙা শুরুর পর বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, বাড়ির বাকি অংশটুকুও ভেঙে ফেলার চেষ্টা চলছে। অনেকেই বাড়ির রড খুলে নিয়ে যাচ্ছেন। বাড়ির সামনের রাস্তায় উৎসুক মানুষ ভিড় করে ছবি, ভিডিও ও সেলফি তুলছেন।
আরো পড়ুন: