প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২৫ ফুট উপর থেকে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহজালাল আহমেদ জনি নীচে পড়ে যান।
Published : 06 Feb 2025, 12:05 PM
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নামফলক ভাঙতে গিয়ে উপর থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় প্রায় ২৫ ফুট উপর থেকে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহজালাল আহমেদ জনি নীচে পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার একটি হাত ভেঙে গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, নামফলক গুড়িয়ে দিতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক হাবিবা সুলতানা।
রাত ১০টার টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরির মুজিব ম্যুরাল ভেঙে দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা শেখ মুজিবুর রহমান হলের ফটকের মুজিবের প্রতিকৃতিতে প্রথমে জুতা নিক্ষেপ ও পরে তা হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের ঠিকানা; এই বাংলায় হবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘রশি লাগলে রশি নে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ; ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় এক শিক্ষার্থী বলেন, “আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, খুনি হাসিনা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের শহীদ ভাইয়ের রক্তের দাবি, শেখ হাসিনার ফাঁসিসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গুঁড়িয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের সামনে আসে।