আইপিএল
আইপিএলে দ্বিতীয় দ্রুততম হাজার রান করার কীর্তি গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।
Published : 19 Apr 2025, 06:27 PM
পাঞ্জাবের কিংসের বিপক্ষে হারের ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন রাজাত পাতিদার। আইপিএলে সবচেয়ে কম ইনিংসে হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকায় সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক।
বেঙ্গালুরুতে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আইপিএলে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা কীর্তি গড়েন পাতিদার। প্রকৃতির বাধায় ১৪ ওভারে নেমে আসা লড়াইয়ে ৯৫ রান করে বেঙ্গালুরু। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক পাতিদার।
একটি করে ছক্কা-চারে সাজানো ১৮ বলের ইনিংসটির পথেই আইপিএলে ১ হাজার রান স্পর্শ করেন তিনি। এই মাইলফলক ছুঁতে তার লেগেছে ৩০ ইনিংস।
ভারতের ব্যাটিং গ্রেট টেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াড ৩১ ইনিংসে এক হাজার রান করেন। আর হাজার রান করতে তিলাক ভার্মার লেগেছিল ৩৩ ইনিংস।
আইপিএলে দ্রুততম এক হাজার রান করার রেকর্ডটি সাই সুদার্শানের। ২৫ ইনিংসে এক হাজারের ক্লাবে পা রাখেন গুজরাট টাইটান্সের এই ব্যাটসম্যান।
এদিন ৯৮৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন পাতিদার। ম্যাচের চতুর্থ বলে ফিল সল্টের বিদায়ে ক্রিজে যান তিনি। মুখোমুখি প্রথম বলেই চার মেরে খোলেন রানের খাতা।
পরের ওভারে জাভিয়ের বার্টলেটকে ছক্কায় ওড়ান পাতিদার। পরের বলে দুই রান নিয়ে আইপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
কীর্তি ছোঁয়ার ইনিংসটি বেশি বড় করতে পারেননি ৩১ বছর বয়সী পাতিদার। সপ্তম ওভারে ইউজবেন্দ্র চেহেলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ডানহাতি ব্যাটসম্যান।
টিম ডেভিডের ৩ ছক্কা ও ৫ চারে ২৬ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসে একশর কাছাকাছি যায় বেঙ্গালুরু। পরে ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।