পিএসএল
ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি লিগের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ডানহাতি এই পেসার।
Published : 19 Apr 2025, 07:42 PM
ম্যাচে নিজের প্রথম বলেই হাসান নাওয়াজকে ফিরিয়ে দিলেন হাসান আলি। সেই সঙ্গে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি জায়গায় সবার ওপরে উঠে গেলেন তিনি। প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি এখন এই পেসার।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে শুক্রবার রেকর্ডটি গড়েন করাচি কিংসের হাসান আলি। ম্যাচটিতে আরও দুটি উইকেট নেন তিনি। পিএসএলে এখন তার উইকেট ১১৬টি, ৮৫ ইনিংসে।
আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডে ওয়াহাব রিয়াজের পাশে বসেন হাসান আলি। ৮৮ ম্যাচে ১১৩ উইকেট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছেন বাঁহাতি পেসার ওয়াহাব।
কোয়েটা ম্যাচে হাসানের প্রথম উইকেটে বড় অবদান রাখেন খুশদিল শাহ। প্রথম স্লিপ থেকে বাঁ দিকে ঝাঁপিয়ে চোখধাঁধানো এক ক্যাচ নিয়ে নাওয়াজকে ফেরান খুশদিল।
নিজের পরের ওভারে খাওয়াজা নাফিকে বিদায় করেন হাসান। শেষ দিকে আবরার আহমেদের স্টাম্প ভেঙে করাচিকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডানহাতি এই পেসার। ম্যাচ শেষে তার বোলিং ফিগার, ৪-০-২৭-৩।
১৭৫ রানের পুঁজি নিয়ে কোয়েটাকে ৫৬ রানে হারিয়ে দেয় করাচি।
হাসান ও ওয়াহাব ছাড়া পিএসএলে একশ উইকেটের মাইলফলক ছুঁতে পেরেছেন আর কেবল একজন। ৭৪ ইনিংসে ১০৮ উইকেট লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির।
একশ উইকেট ছোঁয়ার কাছে আছেন লেগ স্পিনার শাদাব খান। ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক ৮৬ ইনিংসে নিয়েছেন ৯৭ উইকেট।