অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান রেটের বিশাল ব্যবধান প্রায় ঘুচিয়েই ফেলছিল ওয়েস্ট ইন্ডিজ, পারল না একটুর জন্য।
Published : 19 Apr 2025, 08:04 PM
জটিল হিসেব-নিকেশে ২ বলে প্রয়োজন ছিল ১০ রান। এর জন্য প্রথমে চার মেরে স্কোর নিতে হতো সমতায়। পরের বলে ছক্কা মেরে জিততে হতো ম্যাচ। কিন্তু অঙ্কে একটু ভুল করলেন স্টেফানি টেইলর। ছক্কায় শেষ করে দিলেন ম্যাচ! তাতে ওয়েস্ট ইন্ডিজের হৃদয় ভেঙে উইমেন’স বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিল বাংলাদেশ।
বিশ্বকাপের টিকেট পেতে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই চ্যালেঞ্জে খুব কাছে পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু ম্যাচটি জিতলেও শেষ দিকে সমীকরণে একটু গড়বড় করে স্বপ্ন ভাঙল তাদের। পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে উঠল বাংলাদেশ।
এনিয়ে দ্বিতীয়বার উইমেন'স বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে নিউ জিল্যান্ড আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল নিগার সুলতানার দল।
লাহোরে শনিবার থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের ১৬৬ রান ১০.৫ ওভারে পেরিয়ে যায় তারা।
বিশ্বকাপে খেলতে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০.১ ওভারে। আরেকটি উপায়ও ছিল তাদের সামনে। ১১ ওভারে জিতলেও বৈশ্বিক আসরের টিকেট পেত তারা, এক্ষেত্রে স্কোর সমান করে ছক্কায় জিততে হতো ম্যাচ। কিন্তু কোনোটিই করতে পারেনি দলটি।
একাদশ ওভারের শেষ দুই বলে জিততে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। পঞ্চম বলে ছক্কা মেরে দেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টেইলর। আর তাতে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রান রেট +০.৬২৬। সমান পয়েন্ট হলেও তাদের চেয়ে শ্রেয়তর রান রেটে (+০.৬৩৯) দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আর সবকটি ম্যাচ জিতে শীর্ষে পাকিস্তান।
প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে রান তাড়ার চ্যালেঞ্জে জেতার আশায় টস জিতে আগে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি তারা। থাইল্যান্ডের প্রথম চার ব্যাটারই স্পর্শ করেন দুই অঙ্ক।
দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পায় থাইল্যান্ড। নাত্তায়া বুচাথাম ২৯ ও চানিদা সুথিরুয়াঙ্গ করেন ২১ রান। তিনে নেমে ১৪ রান করেন নান্নাপাত।
থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নাত্থাকান চান্থাম। চারে নেমে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তাদের শেষ ৭ ব্যাটারের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবুও ছোট ছোট কার্যকর জুটিতে দেড়শ ছাড়ায় তাদের পুঁজি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার আফি ফ্লেচার, ২০ রান খরচায়। তিন শিকার ধরতে ৪১ রান দেন আলিয়াহ অ্যালাইন।
রান তাড়ায় দলকে উড়ন্ত শুরু এনে দেন হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। ১ ছক্কা ও ৪টি চারে ১২ বলে ২৬ রান করে জোসেফ বিদায় নিলে ভাঙে ৮১ রানের উদ্বোধনী জুটি।
২ ছক্কা ও ১১ চারে ২৯ বলে ৭০ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথিউস। পরে ঝড় তুলে দলকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখান চিনেল হেনরি। ৫টি ছক্কা ও ৩ চারে ১৭ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেনি দলটি, ভাঙে তাদের আশা।