বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “এরপর সাস্টের (শাহজালাল বিশ্ববিদ্যালয়) মুর্যাল গুড়িয়ে দেওয়া হবে।”
Published : 05 Feb 2025, 11:12 PM
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “সিলেটে জেলা প্রশাসন কার্য়ালয়ে থাকা শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। ছাত্র-জনতাসহ সবার উপস্থিতিতে এটি চলছে। এটার পর সাস্টের (শাহজালাল বিশ্ববিদ্যালয়) মুর্যাল গুঁড়িয়ে দেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বলেন, “আমরা খোঁজ নিচ্ছি।”
এর আগে বৃহস্পতিবার রাতে ম্যুরালটি ভেঙে দেওয়া হয়েছিল।
৯ জানুয়ারি দুপুরে ‘তৌহিদী জনতার’ ব্যানারে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সরানোর দাবি ওঠেছিল। বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশ থেকে তিন দিনের মধ্যে ম্যুরাল সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন নেতাকর্মীরা।