এরপর ছাত্র-জনতার মিছিল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে।
Published : 06 Feb 2025, 11:45 AM
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং শহরের বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার রাত ১০টার পর মিছিল নিয়ে বুলডোজার দিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রথমে ছাত্র-জনতা চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে একত্রিত হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়।
মিছিলটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভেঙে দেয়। পরে তারা মিছিল নিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সেখানকার ম্যুরালটিও ভেঙে দেয়।
এরপর ছাত্র-জনতার মিছিল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে। সেখানে বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়ের ফটক ভেঙে দেয়। তারা কার্যালয়ের ভেতরেও ভাঙচুর চালায়।