“আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
Published : 16 Apr 2025, 02:25 PM
পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর ৩টার দিকে উপজেলার গড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাটি নিশ্চিত করেছেন।
আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষের পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।
মানবেন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পয়লা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছিল। পহেলা বৈশাখের বাঘের মোটিফ তৈরি করেছি আমি। তারপরও হুমকি পাচ্ছিলাম। তবে শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করিনি। ফেইসবুকে আসা হুমকির বিষয়ে মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।”
তিনি বলেন, “আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
জিডির বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, খবর পেয়ে সদর থানাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বলেন, আগুনের বিষয়ে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। আর জেলা প্রশাসককের কার্যালয় থেকে ঘর নির্মাণে সহায়তা করা হবে।