দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া পাঁচজনের মধ্যে দুজনকে মৃত পাওয়ার কথা বলেন চিকিৎসক।
Published : 16 Apr 2025, 11:39 PM
সাভারের আশুলিয়ায় তুমুল বৃষ্টিতে তলিয়ে যাওয়া সড়কের পাশে ড্রেনে লেগুনা পড়ে দুই যাত্রীর প্রাণ গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে এ ঘটনায় তিনজনের আহত হওয়ার তথ্যও দিয়েছেন আশুলিয়া থানার এসআই সোহেল রানা তালুকদার।
নিহত একজন গোপালগঞ্জের কাশিয়ানীর সুরোকান্দি গ্রামের মো. বদরুল আলম গাজী। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থেকে ‘এনভায় গার্মেন্টস লিমিটেড’ কারখানায় সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। অপরজন মো. হৃদয় মিয়া ‘ইউনিমাস ক্যাপ লিমিটেড’ কারখানার সিনিয়র অপারেটর ছিলেন।
দুর্ঘটনায় আহত ব্যবসায়ী সুব্রত পাল, মেডলার গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিক বিলকিস বেগম ও আশুলিয়ার ইয়ারপুর এলাকার নুর ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, বৃষ্টির কারণে সড়ক ও তার পাশের ড্রেন তলিয়ে ছিল। ফলে লেগুনাটি ড্রেনে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
আশুলিয়ার বেরনো এলাকার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, “রাত ৮টার দিকে আমাদের হাসপাতালে পাঁচজনকে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আশুলিয়া থানার এসআই সোহেল রানা তালুকদার বলেন, লেগুনাটি ঘটনাস্থলে রয়েছে। চালক ও চালকের সহকারী কাউকে পাওয়া যায়নি।