জাতীয় নাগরিক পার্টি-১: মূলধারার দল হয়ে উঠতে পারবে কী?
একটি রাজনৈতিক দলের মূলধারার দল হয়ে ওঠার জন্য আবশ্যকীয় দুটি শর্ত রয়েছে। এর একটি হচ্ছে ক্যারিশমেটিক নেতৃত্ব; আর অপরটি, প্রতিকূল পরিস্থিতিতে জনগণকে সংগঠিত করে আন্দোলন, সংগ্রাম পরিচালনা করতে পারবার সক্ষমতা।