এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে সাদ্দামের পরিবার।
Published : 15 Apr 2025, 09:43 PM
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে একটি খড়ের ঘর আগুনে পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার মধ্যরাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার।
সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, “রাত ১টার দিকে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করেন। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
“ঘরটিতে ১০ বিঘা জমির খড় রাখা ছিল। আমার স্বামী অসুস্থ হয়ে তিন বছর ধরে বিছানায় পড়ে আছেন। ৫ অগাস্ট পুড়ে যাওয়া ঘরের কয়েকটি কক্ষ সংস্কার করে বসবাস করছি। খড়ের ঘরটি আমাদের ঘর থেকে একটু দূরে ছিল। তবে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে প্রশাসনের কাছে শাস্তির দাবি জানিয়েছেন সাদ্দামের মা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাতে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ৩০ ফিট দৈর্ঘ্য ও ১০ ফিট প্রস্থের টিনশেডের ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সাদ্দামের বড় ভাই প্রিন্স বলেন, “রাতে খড়ের ঘরে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে গেছে। জীবন বাঁচাতে বাবা-মা ও আমার দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।”
সাদ্দামের চাচা নতুন রাজনৈতিক দল এনসিপির বোদা পৌর এলাকার সংগঠক হাসনাত বলেন, “সাদ্দামের বাবাসহ আমরা ৯ ভাই একসঙ্গে বসবাস করে আসছি। সাদ্দামের বাবা বীর মুক্তিযোদ্ধা ও একজন স্কুল শিক্ষক। যে ঘরে আগুন দেওয়া হয়েছে, সেটা সাদ্দামের বাবার ঘর।”
একটি স্বাধীন দেশে এভাবে একটি পরিবারের ওপর জলুম-নির্যাতন করা উচিত না বলে মন্তব্য করেন তিনি।
বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, “আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে হিসাব করেছি। তবে কীভাবে আগুন লেগেছে, সেই তথ্য এখনও পাওয়া যায়নি।”
ওসি রফিকুল ইসলাম বলেন, বোদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তীব্র গণ-আন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে পুরো বাড়ি পুড়ে যায়। পরে সাদ্দামের পরিবার বাড়ির তিনটি ঘর মেরামত করে বসবাস শুরু করেন।