স্প্যানিশ ফুটবল
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লিগ কর্তৃপক্ষ ক্লাব ও খেলোয়াড়দের সুরক্ষার কথা ভাবে না বলে অভিযোগ তুলেছেন বার্সেলোনা কোচ।
Published : 18 Apr 2025, 08:11 PM
লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ শুরুর সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লিগ কর্তৃপক্ষ ক্লাব ও খেলোয়াড়দের সুরক্ষার কথা ভাবে না বলে অভিযোগ তুলেছেন তিনি।
গত মঙ্গলবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ খেলে আসা বার্সেলোনা শনিবার লা লিগায় সেল্তা ভিগোর মুখোমুখি হবে। বার্সেলোনার মাঠে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায়।
আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, অন্তত আরও দুই ঘন্টা পর শুরু করা যেত এই ম্যাচ। এতে বিশ্রামের জন্য আরও কিছুটা সময় পেতেন খেলোয়াড়রা।
“আমি কোনো অজুহাত দেখাতে বা অভিযোগ করতে চাই না। এই ভেবে আমি খুশি যে, ভাইয়াদলিদের বিপক্ষে রোববার দুপুর ২টায় খেলতে হবে না (পরের শনিবার রাত ৯টায় শুরু হবে ম্যাচটি)। কিন্তু আমরা কেন (সেল্তার বিপক্ষে) সন্ধ্যা ৬টায় খেলতে পারি না? আমাকে একটি কারণ বলুন। আমি সেই লোকটিকে দেখতে চাই, যিনি সময়সূচি নির্ধারণ করেন, কারণ এটা মশকরা।”
“আমরা যদি ইউরোপে সফল হই, তাহলে স্প্যানিশ লিগ উপকৃত হবে। আমি বাকরুদ্ধ… প্রতিটি ফেডারেশন বা প্রতিটি লিগ তাদের ক্লাবগুলোর যত্ন নেয়, কিন্তু এখানে তা করা হয় না। বিশ্রাম বা খেলোয়াড়দের ভোর ৫টায় ঘুমাতে যাওয়ার বিষয়ে তারা ভাবে না।”
৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে ফ্লিকের দল।