পিএসজি ছেড়ে ইউরোপে বার্সেলোনা ব্যতীত অন্য কোনো ক্লাবে খেলার কথা ভাবতেও পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
Published : 18 Apr 2025, 04:20 PM
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে প্রিয় ঠিকানা বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
২০২১ সালের অগাস্টে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। যোগ দেন পিএসজিতে। প্যারিসে থাকার সময়েই ২০২২ সালের ডিসেম্বরে অধরা বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। পরের বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে দ্বিতীয় মেয়াদে তার বার্সেলোনায় ফেরার জোর গুঞ্জন শোনা গিয়েছিল।
সেই সময়ের বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস বলেছিলেন, ফেরার সম্ভাবনা নিয়ে মেসির সঙ্গে তার আলোচনা চলছে নিয়মিত। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আলোর মুখ দেখেনি। পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী তারকা।
ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’-এ বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে মেসি বললেন, খুব করেই বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন তিনি।
“বিশ্বকাপের পর, আমি বার্সা ছাড়া অন্য কোনো ইউরোপীয় দলের হয়ে খেলতে চাইনি। আমার লক্ষ্য ছিল ফিরে যাওয়া, আমার বাড়িতে ফেরা, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তা সম্ভব হয়নি।”
সেই কারণেই নতুন অভিযানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী তারকা।
“এখানে আসার সিদ্ধান্তটি ছিল পুরোপুরি পারিবারিক। এই নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, মায়ামিতে এসেছি।”
বার্সেলোনায় দুই দশকের পথচলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড-কীর্তি গড়েছেন মেসি। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য। ফুটবলের সবুজ আঙিনায় উপহার দিয়েছেন জাদুকরি অনেক মুহূর্ত।