চ্যাম্পিয়ন্স লিগ
ইতালিয়ান প্রতিপক্ষ ও তাদের কোচের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ।
Published : 18 Apr 2025, 08:51 PM
ছয় বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা বার্সেলোনার সামনে বাধা এবার ইন্টার মিলান। ইতালিয়ান দলটির বিপক্ষে কাজটা খুব কঠিন হবে বলে মনে করেন স্প্যানিশ দলটির কোচ হান্সি ফ্লিক।
গত মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-১ গোলে হারলেও, দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ চারের টিকেট পায় বার্সেলোনা। ওই হারের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত ছিল তারা।
চলতি মাসের শেষ দিকে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। পরের মাসের শুরুতে মিলানে হবে ফিরতি লেগ।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুই দলের ১২ বারের দেখায় বার্সেলোনার জয় ছয়টিতে, ড্র চারটি ও হার দুটি। সবশেষ ২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বের লড়াইয়ে ইন্টারের মাঠে ১-০ গোলে হারের পর ঘরের মাঠে ৩-৩ ড্র করেছিল কাতালান দলটি।
২০০৯-১০ মৌসুমে সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ইন্টার। সেখানে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের তিন শিরোপার সবশেষটি জিতেছিল তারা।
লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবারের সংবাদ সম্মেলনে ইন্টারকে নিয়ে প্রশ্নে খুব বেশি কিছু বলেননি ফ্লিক। তবে প্রতিপক্ষ ও তাদের কোচ সিমোনে ইনজাগিকে প্রশংসায় ভাসান তিনি। বায়ার্ন মিউনিখে তার কোচিংয়ে খেলা ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দের কথাও আলাদা করে বলেন এই জার্মান কোচ।
“তারা দারুণ একটি দল, তাদের চমৎকার একজন কোচ আছেন। আমাদের জন্য কাজটা কঠিন হবে।”
“তাদের দারুণ এক স্ট্রাইকার আছে, ডিফেন্ডাররাও ভালো। বাঁজামাঁ পাভার্দ দারুণ পেশাদার, এই ম্যাচগুলোতে তাকে আবার দেখতে পাব বলে আমি খুশি।”