সোলসের ৫০ বছর আরও আগে (২০২৩ সালে) পূর্ণ হয়েছে। ২০২৪ সালে চট্টগ্রামে এ কনসার্ট করার কথা থাকলেও নানা কারণে তা করা যায়নি, বলেন পার্থ বড়ুয়া।
Published : 16 Apr 2025, 11:53 PM
পাঁচ দশকের সংগীত যাত্রাকে উদ্যাপন করতে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলসকে’ নিয়ে কনসার্ট হচ্ছে চট্টগ্রামে; যাতে পুরনোদেরও স্টেজে হাজির করার চেষ্টা করছেন ব্যান্ডটির ভোকাল পার্থ বড়ুয়া।
আগামী ২ মে সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড’ শিরোনামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
বুধবার বিকালে হোটেল রেডিসন ব্লুতে সংবাদ সম্মেলনে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।
“এ কনসার্টের জন্য আমরা গত এক বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছি। চট্টগ্রামের ব্যান্ড সোলস তার গুরুত্বপূর্ণ এ কনসার্ট এখানে করতে পেরে আনন্দিত।”
এতে বাংলাদেশে থাকা সোলস ব্যান্ডের বর্তমান ও প্রাক্তন সদস্যদের উপস্থিত করার চেষ্টাও করা হচ্ছে বলে তুলে ধরেন তিনি।
চট্টগ্রামে ১৯৭৩ সালে যাত্রা শুরু করা ব্যান্ড সোলসের ৫০ বছর পূর্তি হয়েছে ২০২৩ সালে।
এক প্রশ্নে পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর আরও আগে পূর্ণ হয়েছে। কিন্তু এই পথচলার অংশ হিসেবে লন্ডন ও অস্ট্রেলিয়াতে শো হয়েছে। ২০২৪ সালে চট্টগ্রামে এ কনসার্ট করার কথা থাকলেও নানা কারণে তা করা যায়নি।
সংবাদ সম্মেলনে সোলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মীর মাসুম ও বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কনসার্টের বিভিন্ন দিক তুলে ধরে এমঅ্যান্ডএম বিজনেস কমিউকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ বলেন, সোলসের এ দীর্ঘযাত্রার অংশ হিসেবে এ ’আনপ্লাগড’ কনসার্টটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২ মে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রতিটি টিকেটের দাম সাত হাজার টাকা (রাতের খাবারসহ)। মোট ৪৫০ টিকিট বিক্রি করা হবে। কনসার্টের টাইটেল পার্টনার হিসেবে থাকছে মাস্টারকার্ড।
মাস্টারকার্ডধারীরা টিকিট কেনায় ২০ শতাংশ ছাড় পাবেন। মাস্টারকার্ডের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। কনসার্টের সব তথ্য https://facebook.com/events/s/souls-unplugged-50-years-of-ti/1591954031466187/ এই পেইজে পাওয়া যাবে।
এছাড়া টিকিট হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামের রিসেপশন থেকে কেনা যাবে।
সংবাদ সম্মেলনে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বিখ্যাত এ ব্যান্ডের বিভিন্ন নস্টালজিক গান দর্শক শ্রোতাদের আজও আনন্দ দেয়। এটির ৫০ বছরের এ যাত্রার সঙ্গে থাকতে পেরে গর্বিত মাস্টারকার্ড।
সংবাদ সম্মেলনে রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ‘র সিইও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ফিট এলিগ্যান্সের এমডি ওয়াহিদা শারমিন, মুন্নু সিরামিকের জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ, সোনালি লাইফ ইনস্যুরেন্সের সিইও রফিকুল ইসলাম, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান উপস্থিত ছিলেন।