রাত ২টার দিকে বুলডোজার দিয়ে আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুর শুরু হয়।
Published : 06 Feb 2025, 02:15 AM
বরিশাল নগরীতে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সোয়া ১২টার দিকে নগরীর কালীবাড়ী রোডের ‘সেরনিয়াবাত ভবন’ এ বুলডোজার নিয়ে এসে শতাধিক লোক ভাঙচুর শুরু করে। বুলডোজার নিয়ে আসা হয়েছে সিটি করপোরেশন থেকে।
সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগেরও সভাপতি এবং শেখ হাসিনার আত্মীয়। হাসানাতের ছেলে সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি এই বাড়িতেই থাকতেন।
রাত পৌনে ২টার দিকে ‘সেরনিয়াবাত ভবন’ থেকে বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়ির দিকে রওনা দেয়।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলছিলেন, “বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।”
রাত ২টার দিকে আমুর বাড়ির সামনে গিয়ে বুলডোজার দাঁড়ায়। তারপরই ভাঙা শুরু হয়।