শিক্ষার্থীরা রাত ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক খুলে ফেলেন।
Published : 06 Feb 2025, 09:01 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল ভেঙে দিয়েছে একদল শিক্ষার্থী।
বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের যান শিক্ষার্থীরা।
পরে ইনস্টিটিউটটির দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনা হলের সামনে থাকা তার ম্যুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধরা।
এ ছাড়া আল-বেরুনী হলের দেয়ালের আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতিও রঙ দিয়ে মুছে দেন তারা৷
এদিকে শিক্ষার্থীরা রাত ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক খুলে ফেলেন।
ভাঙচুরের সময় শিক্ষার্থীদের একজন ইয়াহিয়া জিসান বলেন, “শেখ হাসিনা পলায়নের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। অথচ আমরা বিভিন্ন দেশে দেখেছি যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম-খুন করেছে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
“আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি বলে এখন আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছে। আজ খুনি হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আমরা নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।”