মেয়েদের আবাসিক হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলকও উপড়ে ফেলে একদল শিক্ষার্থী।
Published : 06 Feb 2025, 11:12 AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে উপড়ে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার রাত ১২টায় বিশ^বিদ্যালয়ে গোলচত্বরের পাশে অবস্থিত এ প্রতিকৃতি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
ম্যুরাল ভেঙে ফেলার পর বিশ^বিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলকও উপড়ে ফেলে একদল শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, “বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তার যোগ্য উত্তরসূরী হচ্ছে শেখ হাসিনা। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন দেশে রাখতে চাই না।
“গতকাল পুরো দেশে ফ্যাসিবাদের সকল চিহ্ন নিশিহ্ন করে ফেলার কর্মসূচির আলোকে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি ভাঙা হয়। এজন্য আমরা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলকও মুছে ফেলেছি।”
এ বিষয়ে বিশ^বিদ্যালয়েল প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “ছাত্ররা গতকাল রাতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙেছে। এটার সঙ্গে বিশ^বিদ্যালয় প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই।”
২০১৬ সালের ১৩ অগাস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়। এটি উদ্বোধন করেছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া।
বিশ^বিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, প্রায় ১২ লাখ আট হাজার টাকা ব্যয়ে এ প্রতিকৃতি নির্মাণ করা হয়েছিল। ম্যুরালটির উচ্চতা ছিল ছয় ফুট বাই ১০ ফুট। আর মূল বেদী ৪০ ফুট বাই ২৫ ফুট। এই প্রতিকৃতির ডিজাইনার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থাপত্য শিল্পী শেখ নাঈম উদ্দিন টিপু।