সিদ্দিক বাজারের ক্ষতিগ্রস্ত ভবনে আরও দুই লাশ, মৃত্যু বেড়ে ১৯

“দুটি লাশই পুরুষের। ভেতরে আর কারও মৃতদেহ আছে কি না, তা আমরা জানার চেষ্টা করছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 10:49 AM
Updated : 8 March 2023, 10:49 AM

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন ভবনে আরও দুইজনের মরদেহ পেয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনের বেজমেন্টে দুজন পুরুষের মৃতদেহ পেয়েছেন আমাদের উদ্ধারকর্মীরা। দুটোই উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

মঙ্গলবার ওই বিস্ফোরণের পর রাতে মোট ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। স্বজনরা মোট তিনজনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন জেলা প্রশাসনকে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, “ভেতরে আর কারও মৃতদেহ আছে কি না, তা আমরা জানার চেষ্টা করছি।”

মঙ্গলবার বিকালে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিকট বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হল, তাদের মধ্যে ১৭ জনের মরদেহ পরিবারের সদস্যরা বুঝে পেয়েছেন।

বিস্ফোরণের ঘটনায় আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন ভর্তি রয়েছেন। যারা দগ্ধ হয়েছেন, তাদের অবস্থাও ভালো নয়।

 পুরনো খবর

ক্যাফে কুইন ভবন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক
সিদ্দিক বাজারের বিস্ফোরণ ‘দুর্ঘটনা’ মনে করছেন ফায়ার সার্ভিস ডিজি
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি, উদ্ধারকাজে ডগ স্কোয়াড
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বেজমেন্টে নামার উপায় খুঁজছেন উদ্ধারকর্মীরা
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ১৭ মরদেহ পরিবারের কাছে, নিখোঁজ ৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭, উদ্ধার অভিযান স্থগিত
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: হতাহত অনেকেরই আঘাত ‘মাথায়’
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: দগ্ধ ৭ জন সঙ্কটাপন্ন
মরদেহ হস্তান্তর শুরু, হতাহতদের সহায়তা
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সিদ্দিক বাজারের বিস্ফোরণ
‘বিস্ফোরণের ঠিক আগেই হেঁটে এলাম’
‘মানুষ উড়ে এসে পড়েছিল রাস্তায়, গাড়ির ওপরও’
‘যেন মৃত্যুই তাদের ডেকে নিয়েছিল’
ব্র্যাকের ক্ষতিগ্রস্ত শাখার ব্যাংকিং নবাবপুর শাখায়