পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গুলিস্তান শাখা ও এসএমই ইউনিটের কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।
Published : 07 Mar 2023, 11:03 PM
পাশের ভবনে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ও কর্মী আহত হওয়ায় সিদ্দিক বাজারে অবস্থিত ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখার ব্যাংকিং সেবা কাছের নবাবপুর শাখায় দেওয়া হবে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গুলিস্তান শাখা ও এসএমই ইউনিটের কার্যালয় বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।
পুরান ঢাকায় বিস্ফোরণ: ভবনের নিচে উদ্ধারের প্রস্তুতি
বিস্ফোরণের পর বিদ্যুৎবিহীন পুরান ঢাকার একাংশ, যানজট
মঙ্গলবার রাতে ব্র্যাক ব্যাংকের ভেরিফাইড ফেইসবুক পেইজে জানানো হয়েছে, ‘‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গ্রাহকদের ১৭২, নওয়াবপুর রোড শাখা থেকে সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি।’’
সিদ্দিক বাজারে নর্থ সাউথ রোডে সাত তলা ভবনে বিকট বিস্ফোরণে লাগোয়া পাঁচ তলা ভবনের কাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ভবনের চার তলায় ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা।
সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ভবনের নিচে আটকা অনেকে
‘মানুষ উড়ে এসে পড়েছিল রাস্তায়, গাড়ির ওপরও’
ব্র্যাক ব্যাংকের ভবনটির সড়কের দিকের অংশ কাচ দিয়ে মোড়ানো। বিকট শব্দে কাচ টুকরো টুকরো হয়ে ফুটপাত ও সড়কে পড়েছে। রাত ৯টার দিকে দমকল বাহিনীর কর্মীরা স্বয়ংক্রিয় মই ব্যবহার করে উপরের ভাগে আটকে থাকা ভাঙা কাচের টুকরোগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করেন।