রাশিয়া ২০১৪ সালে এই ক্রাইমিয়া উপদ্বীপটি দখলে নেয়। ইউক্রেইন এর দাবি ছাড়েনি এবং গত ১১ বছরে তারা উপদ্বীপটিতে থাকা রুশ বাহিনীর ওপর একাধিক হামলাও চালিয়েছে।
Published : 19 Apr 2025, 02:35 PM
ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধে সহায়ক প্রস্তাবের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্রাইমিয়ায় মস্কোর নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে এ সংক্রান্ত চুক্তির কাঠামোর সঙ্গে পরিচিত এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রস্তাবে এখন যুদ্ধক্ষেত্রে যার যতটুকু এলাকা নিয়ন্ত্রণে আছে, তা ধরে যুদ্ধবিরতি কার্যকরের কথাও বলা হয়েছে, জানিয়েছেন ওই কর্মকর্তা।
এই কাঠামো বা ফ্রেমওয়ার্কটি যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেইনীয় কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করেছে; এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে ফোনে কথাও হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
ফ্রেমওয়ার্কের কিছু অংশ এখনও ঠিক হয়নি। এ নিয়ে কাজ করতে দিন কয়েকের মধ্যে লন্ডনে ইউরোপ ও ইউক্রেইনের সঙ্গে বসার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
মস্কোকে এই ফ্রেমওয়ার্কের সঙ্গে রাখতে ট্রাম্প প্রশাসন একই সময়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের আরেকটি বৈঠক আয়োজনের কথাও ভাবছে।
রাশিয়া ২০১৪ সালে এই ক্রাইমিয়া উপদ্বীপটি দখলে নেয়। ইউক্রেইন এর দাবি ছাড়েনি এবং গত ১১ বছরে তারা উপদ্বীপটিতে থাকা রুশ বাহিনীর ওপর একাধিক হামলাও চালিয়েছে।
তবে রাশিয়া বলেছে, ক্রাইমিয়া তো বটেই, ঝাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের নিয়ন্ত্রণ তারা ছাড়বে না।
ইউক্রেইনের নাৎসিবাদের বিস্তার রুখতে এবং রুশ ভাষাভাষীদের ওপর হামলা বন্ধে মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সাঁড়াশি অভিযানে নামে। তিন বছরের যুদ্ধে তারা ঝাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের সিংহভাগ এলাকা নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে, যা ইউক্রেইনের যুদ্ধপূর্ববর্তী ভূমির প্রায় ২০ শতাংশ।