ঢাকার কেরানীগঞ্জে এ ঘটনায় ভুক্তভোগী চারজনকে আসামি করে মামলা করলে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 18 Apr 2025, 01:35 PM
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন ওই গৃহবধূ মামলা করলে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কেরানীগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার তেঘরিয়া এলাকার বাসিন্দা সুমন ওরফে বাবলু (২৮) এবং ইকুরিয়া এলাকার বাসিন্দা নূর ইসলাম (৩২)।
এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ওই গৃহবধূ চারজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলার বরাতে ওসি মাজহারুল ইসলাম বলেন, “বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে রাত ৮টার দিকে অটোরিকশায় করে গন্তব্যে ফিরছিলেন। পথে অটোরিকশায় আরও তিনজন পুরুষ যাত্রী ওঠেন।
“চালক কৌশলে অটোরিকশাটি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে রাতভর তিন যাত্রী ওই গৃহবধূকে ধর্ষণ করে ভোরে তাকে রেখে পালিয়ে যান।”
তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরও দুইজনকে গ্রেপ্তারে চেষ্টা চলেছে।
গ্রেপ্তার দুইজনকে শুক্রবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মাজহারুল ইসলাম।
এ ছাড়া ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।