দাখিলের গণিত বিষয়ের পরীক্ষায় গাইবান্ধা সদর উপজেলার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
Published : 18 Apr 2025, 02:01 PM
গাইবান্ধায় একটি দাখিল পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার্থীদের বহু নির্বাচনীতে (এমসিকিউ) সেট কোডের বিশেষ সুবিধা দেওয়ায় কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দাখিলের গণিত বিষয়ের পরীক্ষায় সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান।
শুক্রবার সকালে তিনি বলেন, পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে কেন্দ্র সচিব ও মাদ্রাসাটির অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ শিক্ষকদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছেও বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বলেন, বৃহস্পতিবার ওই মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় ১৪টি কক্ষে পাশাপাশি পরীক্ষার্থীদের বহু নির্বাচনীতে (এমসিকিউ) একই সেট কোডের প্রশ্নপত্র দিয়ে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
কেন্দ্রটিতে ২৬৯ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ বলেন, “কেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলাতির কারণে এমনটি হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।”
অন্যদিকে শিক্ষকদের অভিযোগ তাদের অগোচরে শিক্ষার্থীরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।