হুতিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত এই আক্রমণ চলবে, বলেছে ওয়াশিংটন।
Published : 18 Apr 2025, 01:32 PM
ইয়েমেনের একটি জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছে বলে ইরানঘনিষ্ঠ শিয়া সশস্ত্রগোষ্ঠী হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশটিতে যুক্তরাষ্ট্রের আক্রমণ শুরুর পর বৃহস্পতিবারের হামলাটিই ছিল এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
জানুয়ারিতে ডনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর গত মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় আকারের সামরিক হামলা শুরু করে। হুতিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত এই আক্রমণ চলবে, বলেছে ওয়াশিংটন।
হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, পশ্চিমাঞ্চলীয় রাস ইসার জ্বালানি বন্দরে মার্কিন হামলায় ১৭১ জন আহতও হয়েছে।
হুতিদের জ্বালানি উৎস ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছে, বলেছে মার্কিন সামরিক বাহিনী।
হামলায় হতাহতের সংখ্যা নিয়ে হুতি গণমাধ্যমের দেওয়া তথ্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, নতুন করে বলার কিছু নেই তাদের।
“এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ক্ষতিগ্রস্ত করা, এই হুতিরা তাদের দেশবাসীদের শোষণ করে চলেছে এবং তাদের জন্য প্রচণ্ড যন্ত্রণা বয়ে আনছে,” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এর আগে মার্চে মার্কিন বাহিনীর দুইদিনের হামলায় অর্ধশতাধিক নিহত হয়েছিল।
২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজ লক্ষ্য করে ডজনের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ আছে এমন জাহাজ লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে, বলেছিল তারা।
জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল তারা; ইসরায়েল গত মাস থেকে গাজায় ফের অভিযানে নামলে হুতিরাও লোহিত সাগরে জাহাজে হামলা আবারো শুরুর হুমকি দেয়, যদিও এখন পর্যন্ত নতুন কোনো হামলার দাবি করেনি তারা।