মরদেহ হস্তান্তর শুরু, হতাহতদের সহায়তা

স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে রাতেই মরদেহ হস্তান্তর করা শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 04:58 PM
Updated : 7 March 2023, 04:58 PM

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণে নিহতদের স্বজনদের মরদেহ হস্তান্তর শুরু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা জানান, স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ ঘটনায় হতাহতদের স্বজনদের কাছে আর্থিক সহায়তার অর্থও তুলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চত্বরে বুথ করে এ সহায়তা দেওয়া হয়।

Also Read: পুরান ঢাকায় বিস্ফোরণ: ভবনের নিচে উদ্ধারের প্রস্তুতি

Also Read: বিস্ফোরণের পর বিদ্যুৎবিহীন পুরান ঢাকার একাংশ, যানজট

Also Read: সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৬

আপাতত ৫০ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং অল্প আহতদের ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।

এর আগে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন।

যাতায়াত ও খাবারের ব্যবস্থাও জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিক বাজারে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে ক্যাফে কুইন নামে পরিচিত ওই সাত তলা ভবনে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। ভবনের আন্ডারগ্রাউন্ডেও অনেকের আটকা পড়ে থাকার কথা বলা হচ্ছে।

বিকল এ বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন। একে একে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা। স্থানীয়রাও হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন।

Also Read: সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ভবনের নিচে আটকা অনেকে

Also Read: ‘মানুষ উড়ে এসে পড়েছিল রাস্তায়, গাড়ির ওপরও’

ওই ঘটনায় দুর্ঘটনাস্থলে নিহতদের মরদেহ এবং আহত শতাধিক ব্যক্তিদের ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনেকের মৃত্যু হয়েছে।