রোববার রাতে বকশীগঞ্জ পৌরসভার গরুহাটা থেকে শামীম গাজীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
Published : 10 Jul 2023, 07:30 PM
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শামীম গাজীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান।
শামীম গাজী (৩২) সাধুরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও আর্চাকান্দি গ্রামের প্রয়াত কবির আলী গাজীর ছেলে। তিনি আলোচিত এই হত্যা মামলার আসামি আমর আলী গাজীর ছোট ভাই।
আইনজীবী ইউসুফ আলী বলেন, শামীমকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে একদিন তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে পুলিশ।
রোববার রাতে বকশীগঞ্জ পৌরসভার গরুহাটা থেকে শামীম গাজীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জামালপুরের ওসি আরমান আলী জানান।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকালে তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ পর্যন্ত এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মামলার আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় গত ২৩ জুন মাহমুদুল আলম বাবু আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন:
সাংবাদিক নাদিম হত্যা: আন্দোলন সরকার নামে আরেকজন গ্রেপ্তার
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ১০ আসামির জামিন নামঞ্জুর
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের জবানবন্দি
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দি
নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত
সাংবাদিক নাদিম হত্যা: ১৩ জন রিমান্ডে, বাবু ৫ দিনের
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র্যাব
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার